PM Narendra Modi

ব্যুরো নিউজ, ১৯ জুন: লোকসভা নির্বাচনে জয়লাভের পর বারাণসীতে কৃষক সন্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্র থেকে টানা তিনবার জয়লাভ করেছেন মোদী। এদিন সন্মেলনে যোগ দিয়ে তিনি পিএম কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় ১৭ তম কিস্তি বিতরণ করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় থাকা প্রায় ৯.২৬ কোটিরও বেশি কৃষক কুড়ি হাজার কোটি টাকার বেশি আর্থিক সুবিধা পাবেন। এদিনের সন্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা।

এবার IAS অফিসার হবে AI? সরকারি পদেও ভাগ বসাবে AI?

সারপ্রাইজ ভিজিটে গেলেন স্টেডিয়ামে

BJP Helpline

এই কৃষক সন্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উন্নয়নের জন্য বিজেপি সরকার কী কী কাজ করেছে সেই সমস্ত বিষয় তুলে ধরেন। ‘বাবা বিশ্বনাথ, মা গঙ্গার আশীর্বাদ এবং কাশীর মানুষের ভালোবাসায় তৃতীয়বার দেশের প্রধান সেবক হয়েছি।’ এমন কথাও বলতে শোনা যায় প্রধানমন্ত্রী মোদীকে। এদিন কৃষক সন্মেলন শেষে প্রধানমন্ত্রী গঙ্গা আরতি করেন। এরপর সারপ্রাইজ ভিজিট করতে চলে যান বারাণসীর একটি নির্মিয়মান স্টেডিয়ামে। সেখানে গিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখেন। স্টেডিয়ামের কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কথাও বলেন। যুব সমাজের উন্নতি সাধনেই এই স্টেডিয়াম তৈরি হচ্ছে, যাতে খেলার প্রশিক্ষণের জন্য আগামী প্রজন্মকে রাজ্যের বাইরে যেতে না হয় তার জন্য স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর