ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে। তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির একটি আবেগঘন পোস্ট ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মুশফিক সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর সেই বিদায়ী মুহূর্তে স্ত্রী জান্নাতুল দাবি করেন, একবার নাকি ভাঙা পাঁজর নিয়ে মাঠে নেমেছিলেন মুশফিক, তাও আবার একসঙ্গে ২০টি পেনকিলার খেয়ে!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জার বিদায়, বাবরকে বাদ দেওয়ায় ক্ষোভে ফুঁসছে পরিবার
মুশফিকের স্ত্রীর পোস্ট নিয়ে হাসাহাসি শুরু নেটিজেনদের
এই দাবি শোনার পরই নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য! বিশেষ করে বাংলাদেশের ডাক্তার এবং মেডিক্যাল ছাত্ররা তো রীতিমতো হতবাক। চিকিৎসা বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী, একসঙ্গে ২০টি পেনকিলার খেলে গুরুতর বিপদ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তাই অনেকেই কটাক্ষ করে বলেছেন, “এই তথ্য যদি সত্যি হয়, তাহলে চিকিৎসা বিজ্ঞানকে নতুন করে লিখতে হবে!”একজন মজা করে লেখেন, “মুশফিকের স্ত্রীর এই দাবি শুনে আমার ছয় বছরের মেডিক্যাল পড়াশোনা বৃথা মনে হচ্ছে!” আরেকজন কটাক্ষ করে বলেন, “একসঙ্গে ২০ পেনকিলার খেয়ে যদি মাঠে খেলা যায়, তাহলে ডাক্তারি বিদ্যার আর দরকার কী?”
পোস্ট মুছে দিলেন জান্নাতুল?
এত সমালোচনার পর মুশফিকের স্ত্রীর ওই পোস্ট আর ফেসবুকে দেখা যাচ্ছে না। কেউ কেউ বলছেন, তিনি হয়তো সেটিংস বদলে দিয়েছেন বা পোস্টটি মুছে ফেলেছেন। তবে স্ক্রিনশট থেকে বিষয়টি নিয়ে আলোচনা থামছে না।
৭ কোটি টাকার চেক বাউন্স মামলায় গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার সেহবাগের ভাই!
প্রার্থনার আসনে কাঁদতে হয়েছিল মুশফিককে?
জান্নাতুল তাঁর পোস্টে আরও দাবি করেন, মুশফিক কখনো নিজের জন্য খেলেননি, সবসময় দেশ এবং দলের জন্য খেলেছেন। তিনি অনুরোধ করেন, “দয়া করে এমন সমালোচনা করবেন না, যাতে কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে কাঁদতে হয়।যদিও এই বিষয়ে এখনো মুশফিক বা তাঁর স্ত্রী আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি, তবে নেটিজেনদের হাস্যরস এখনো চলছেই।