Mumbai_Rain

ব্যুরো নিউজ, ৮ জুলাই  : টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। ২৪ ঘন্টা টানা বৃষ্টির জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বইয়ের জনজীবন। রেললাইনে জল জমে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা। টানা বৃষ্টিতে এতটাই জল জমে গিয়েছে যে রাস্তার গাড়িও জলে ভেসে যাচ্ছে। এমন ছবিও দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাত একটা থেকে সকাল সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩০০ মিলিমিটার। ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৩১৫ মিলিমিটার। রেকর্ড বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

রাজ্যপালের সম্মানহানি, পুলিশ কমিশনারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কেন্দ্রের

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের জেরে স্তব্ধ জনজীবন

BJP Helpline

ওর্লি, বানতারা ভবন, কুর্লা ইস্ট, দাদর, বিদ্যাবিহার সহ একাধিক এলাকায় জলের নিচে চলে গিয়েছে রেল ট্র্যাক। ফলে ট্রেন চলাচল বন্ধ। ট্রেন পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখেই সরকারের তরফে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে কিছুক্ষণের জন্য অন্তত যদি বৃষ্টি থামত তাহলে জল নামানোর ব্যবস্থা করা যেত। কিন্তু বৃষ্টির না কমায় সেটাও সম্ভব হচ্ছে না। এরই মধ্যে হাওয়া অফিস সোমবার দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মহারাষ্ট্রের পালঘর, রায়গড়, রত্নাগিরি, কোলহাপুর, কুর্লা এবং সিন্ধুদূর্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই সমস্ত জায়গায় ঘর বাড়ি জলের নিচে চলে গেছে। সুতরাং পরিস্থিতি যে ক্রমশ জটিল আকার ধারণ করছে তা বলাই বাহুল্য।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর