মাহুয়ার বিরুধে আভিজিগ

 

 

ব্যুরো নিউজ, ১৩ মার্চ, পুস্পিতা বড়াল: আর কয়েকদিন পরেই লোকসভা ভোট। আর ঠিক ভোটের আগেই সোশ্যাল মিডিয়ায় ‘নিমপাতা’ ও ‘মধু’র দাওয়াই সম্পর্কিত একটা অডিয়ো ভাইরাল হয়েছে। বিজেপির এক রাজ্য নেতা সেই কণ্ঠস্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বলে দাবি করে মহুয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ আনলেন।

ভাইরাল হওয়া অডিয়োয় কি মহুয়ার কণ্ঠস্বর?

মঙ্গলবার সল্টলেকের বাসিন্দা বিজেপির রাজ্য মুখপাত্র রাজর্ষি লাহিড়ি মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।সংশ্লিষ্ট থানার অভিযোগে রাজর্ষি লিখেছেন,ওই ভাইরাল হওয়া অডিয়োতে বলা হয়েছে, ‘মধু দিয়ে হোক, নিম দিয়ে হোক,ভোট করান বাড়ি বাড়ি গিয়ে। আপনারা প্রশাসনের ১০০ শতাংশ ব্যাক আপ পাবেন। দখল করে নিন দেওয়ালগুলো।’

রাজর্ষির আভিজগ

এক সংবাদ মাধ্যমের কাছে ওই বিজেপি নেতা এদিন বলেন, ‘এক মহিলার গলায় এরকম বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গলার স্বর শুনে আন্দাজ করা হচ্ছে, তা কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রের। আমরা এ নিয়ে হাইকোর্টেও যাব। যদি এটা সত্যিই মহুয়ার কণ্ঠস্বর বলে প্রমাণিত হয়, তবে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাব, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট যেন করা হয়। প্রয়োজনে আর্মি নামিয়ে যেন ভোট করা হয়।’

ভোট ‘সন্ত্রাস’ রুখতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী | জেনেনিন কোথায় কত বাহিনী

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর