mohon bagan match

ব্যুরো নিউজ, ৭ মে : ত্রি মুকুট জিততে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট! তবুও ফুটবলাররা পেলো কোটি টাকা। আইএসএল-এর ফাইনালে জিততে না পেরেই রানার্স হিসেবে মোটা অঙ্কের টাকা পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। জানা গিয়েছে যে, ম্যাচ শেষ হওয়ার পর আড়াই কোটি টাকার চেক তুলে দেওয়া হয়েছে মোহনবাগানের হাতে। তবে চ্যাম্পিয়ন হিসেবে মুম্বই সিটি এফসি পেয়েছে তার থেকেও বেশি অংকের টাকা। ৬ কোটি টাকা পেলো মুম্বই সিটি এফসি।

দুপুরের মধ্যাহ্নভোজনে মসুর ডালের ভর্তার সঙ্গে জমে যাবে গরম ভাত! চটজলদি একবার বানিয়েই দেখুন না

ম্যাচ শেষ হওয়ার পর আড়াই কোটি টাকার চেক তুলে দেওয়া হয়েছে মোহনবাগানের হাতে

প্রথম থেকেই মুম্বই দাপট দেখিয়েই খেলেছিল শনিবারের ম্যাচে। কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মোহনবাগানের ডিফেন্সকে। যদিও মোহনবাগানই প্রথম গোল করে। গোল করেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্স। ম্যাচের ৪৪ মিনিটে মুম্বই গোলকিপার পূর্বা লাচেনপার ভুলে তারা এগিয়ে গিয়েছিল। দিমিত্রি পেত্রাতোসের শট মুম্বইয়ের গোলরক্ষক প্রতিহত করতে পারলেও, ঠিক জায়গায় ফিস্ট করে বল রাখতে পারেননি। বল জালে জড়িয়ে নেন কামিন্স।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মুম্বই। অ্যালবার্তো নোগুয়েরার বল মাঝ বরাবর দিয়াজের পায়ে এলে মনবীর সিংকে এড়িয়ে প্রথম গোলটা করেন তিনি। ওই সময় জায়গায় ছিলেন না মোহনবাগানের ডিফেন্ডাররা। বিপিন সিং মুম্বইকে ৮১ মিনিটে এগিয়ে দেন। ছোট ছোট পাস খেলে উপরের দিকে উঠে আসেন বিক্রম প্রতাপ সিং এবং লালিয়ানজুয়ালা ছাংতে ও বিনীত রাই। বিপিন গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে রাখেন। অতিরিক্ত সময়ে মুম্বইয়ের হয়ে জ্যাকুব ভোতজাস তৃতীয় গোলটা করেন। হেরে যায় মোহনবাগান।

বহু প্রত্যশা নিয়ে ৬২,০০০ দর্শক ছিলেন মাঠে। কিন্তু মাঠ ফাঁকা হয়ে যায় শেষ বাঁশি বাজার আগেই। হতাশ হন সবুজ-মেরুন সমর্থকরা। দলের খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচ আন্তনিও লোপেজ হাবাস। অপরদিকে, হতাশা প্রকাশ করেছেন দিমিত্রি পেত্রাতোসও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর