ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার দিন রোজা রাখেননি ভারতীয় পেসার মহম্মদ শামি। ম্যাচ চলাকালীন তাঁকে এনার্জি ড্রিঙ্ক খেতে দেখা যায়, আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। কিছু মৌলবাদী নেতা শামিকে রোজা না রাখার জন্য তীব্র সমালোচনা করেন।
২০ টি পেনকিলার খেয়ে খেলেছিলেন মুশফিক? স্ত্রীর দাবিতে হাস্যরসের ঝড়!
মৌলবীদের সমালোচনায় বিজেপি নেতার কড়া প্রতিক্রিয়া
এই পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী শামা মহম্মদ শামির পাশে দাঁড়ালেন। তিনি জানালেন, “ইসলামে রমজান মাসে ভ্রমণের সময় রোজা রাখা বাধ্যতামূলক নয়। শামি নিজের বাড়িতে নেই, তিনি দেশের জন্য খেলছেন, যেখানে শারীরিক সক্ষমতা বজায় রাখা খুব জরুরি। ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম, তাই এই বিষয়ে কারও চাপ দেওয়া উচিত নয়।”শামিকে রোজা না রাখার জন্য সমালোচনা করেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বরেইলভি। তিনি বলেন, “শামি ইসলাম ধর্মের নিয়ম ভেঙেছেন এবং আল্লাহর কাছে তাঁকে জবাবদিহি করতে হবে।”
এই মন্তব্যের পাল্টা জবাব দেন বিজেপি নেতা মহসিন রাজা। তিনি বলেন, “এটা শামি ও আল্লাহর মধ্যেকার বিষয়। কোনো মৌলবীর এতে নাক গলানোর দরকার নেই। শামি দেশের হয়ে খেলছেন, যা তার কর্তব্য। ইসলাম ধর্মেও কোনো বিষয় জোর করে চাপিয়ে দেওয়ার নিয়ম নেই। বরং মৌলানারই উচিত ক্ষমা চাওয়া, কারণ তাঁর এমন মন্তব্য করার অধিকার নেই।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জার বিদায়, বাবরকে বাদ দেওয়ায় ক্ষোভে ফুঁসছে পরিবার
শামির পাশে আরও ধর্মগুরুরা
এই বিতর্কে শামির সমর্থনে সরব হয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ সদস্য মৌলানা খালিদ ফারাঙ্গি মাহালি এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদি। তাঁদের মতে, “শামি দেশের হয়ে খেলছেন, তাই শরীর সুস্থ রাখা তাঁর দায়িত্ব। ইসলাম এ বিষয়ে ছাড় দিয়েছে।” শামিকে নিয়ে এই বিতর্ক যতই চলুক, মাঠে তাঁর পারফরম্যান্সই শেষ কথা বলবে।