ব্যুরো নিউজ ২৭শে আগস্ট ২০২৫ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ভারত-মার্কিন সম্পর্কে তীব্র টানাপড়েন চলছে। এই পরিস্থিতিতে একটি জার্মান সংবাদপত্রের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডোনাল্ড ট্রাম্প চারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেও ভারতের নেতা সেই কল গ্রহণ করেননি। জার্মান সংবাদপত্র “ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন” তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই পদক্ষেপ প্রধানমন্ত্রীর “গভীর ক্ষোভ এবং সতর্কতার” ফল।
ভারত-মার্কিন সম্পর্কের অবনতি
মার্কিন প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর সম্প্রতি আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে। এর কারণ হিসেবে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল ও সামরিক সরঞ্জাম ক্রয় এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতাকে উল্লেখ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন যে ভারতের শুল্ক পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ এবং দেশটির বাণিজ্য বাধা অত্যন্ত ‘অশুভ’। এর জবাবে ভারত এই পদক্ষেপকে “অন্যায্য, অযৌক্তিক এবং অসংগত” বলে অভিহিত করেছে।
ভারতের পাল্টা জবাব ও কৃষকদের স্বার্থ রক্ষা
মার্কিন শুল্ক আরোপের বিরুদ্ধে ভারত কঠোর অবস্থান গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে তারা দেশের জাতীয় স্বার্থ, বিশেষত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। গুজরাটের আহমেদাবাদে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ়তার সঙ্গে বলেছেন, “মোদী সরকারের কাছে আপনার (কৃষকদের) স্বার্থ সবার আগে। কোনো চাপেই আপনাদের স্বার্থের সঙ্গে আপস করা হবে না।”
কৃষি মন্ত্রীর ‘তৃতীয় নেত্র ‘ হুঁশিয়ারি
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গ্বালিয়রের এক অনুষ্ঠানে মার্কিন শুল্ক নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “যদি আমরা আমাদের তৃতীয় নেত্র খুলি, তাহলে যারা আমাদের উপর জোর খাটাতে চায়, তারা কোথাও দাঁড়াতে পারবে না।” কৃষকদের স্বার্থ রক্ষার জন্য সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী এটা স্পষ্ট করে দিয়েছেন যে পৃথিবীতে কেউ যতই শক্তিশালী হোক না কেন, কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপস হবে না।”
চৌহান জনগণকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে অর্থনৈতিক জাতীয়তাবাদের ওপর জোর দেন। তিনি বলেন, “স্বদেশী পণ্য ব্যবহার করার প্রতিজ্ঞা করি… যদি কেউ আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে আমরা শক্তভাবে তার জবাব দেব।” তিনি আরও বলেন, ভারত এখন বিশ্বের চোখে চোখ রেখে কথা বলছে এবং ২০৩০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে চলেছে।
PM Modi : মার্কিন শুল্ক দ্বিচারিতার মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদীর ‘স্বদেশী’ বার্তা !
মোদী ও ‘মেক ইন ইন্ডিয়া’
মার্কিন শুল্কের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীও স্বদেশী এবং ‘মেক ইন ইন্ডিয়া’-এর উপর জোর দিয়েছেন। তিনি বলেন, “স্বদেশী হওয়া উচিত প্রত্যেকের জীবনের মন্ত্র এবং যেই বিনিয়োগ করুক না কেন, উৎপাদন অবশ্যই দেশীয়ভাবে হতে হবে।” জাপানের সুজুকি মোটর কর্পোরেশনের ভারতে ৭০ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণার দিনে মোদীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।