ব্যুরো নিউজ ১৪ মে: অপারেশন সিঁদুর’-এর সফল বাস্তবায়নে ভারতীয় সেনার ভূমিকাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বায়ুসেনাঘাঁটিতে গিয়ে তিন বাহিনীর (স্থল, নৌ ও বায়ু) সেনাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী এবং তাদের অসাধারণ সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য ‘স্যালুট’ জানান। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো বার্তা দেন তিনি। জানিয়ে দেন, ভারতের নতুন পরিচিতি আর আগের মতো নয়—এখন দেশের মাটি স্পর্শ করলেই জবাব মিলবে নিজেদের শর্তে।
মহাকাশে আট মাস,কেমন আছেন সুনীতা উইলিয়ামসরা?
সন্ত্রাসবাদের বিরুদ্ধে অটল অবস্থান
প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে ভারতের শক্তিশালী প্রতিরক্ষা নীতির তিনটি মূল সূত্র। মোদী স্পষ্ট করে বলেন, “এক, ভারত আর চুপ করে বসে থাকবে না—প্রয়োজনে আঘাত করবে। দুই, কোনও পরমাণু হুমকি বরদাস্ত করা হবে না। এবং তিন, সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের আলাদা করে দেখা হবে না।” তিনি উল্লেখ করেন, পাকিস্তান এই অপারেশনের সময় আদমপুর বায়ুসেনাঘাঁটিসহ একাধিক ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিল। তবে ভারতীয় বায়ুসেনা ও প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় সেই সব পরিকল্পনা ব্যর্থ হয়।
মোদী জানান, এই অপারেশনে সেনারা সরাসরি জঙ্গিদের ঘাঁটিতে ঢুকে হামলা চালিয়েছে। ১০০-র বেশি জঙ্গিকে নিধন এবং ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুধু জঙ্গি নয়, পাকিস্তান সেনাও এর মোক্ষম জবাব পেয়েছে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যেখানে জঙ্গিরা গা ঢাকা দিয়ে লুকিয়েছিল, ভারতীয় সেনা সেখানেই ঢুকে প্রতিরোধ করেছে।” পাকিস্তানের ষড়যন্ত্র প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, “ওরা যাত্রিবাহী বিমানকে সামনে রেখে হামলার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সেনা যাত্রীদের ক্ষতি না করেই সুনির্দিষ্টভাবে শত্রুর ঘাঁটিতে আঘাত করেছে।” তিনি স্পষ্ট করে দেন, ভারত শান্তিপ্রিয় হলেও মানবিকতার নামে যদি কেউ সীমা লঙ্ঘন করে, তাহলে ‘নয়া ভারত’ও পিছু হটবে না।
ইসরোর ১০০তম উৎক্ষেপণ সফল হলেও, থ্রাস্টার সমস্যায় ভরাডুবি
সফরের সময় প্রধানমন্ত্রী আদমপুর বিমানঘাঁটিতে দাঁড়িয়ে ভারতের শক্তিশালী এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ছবি তোলেন। কূটনৈতিক মহলের মতে, এই ছবি পাকিস্তানকে একপ্রকার কূটনৈতিক বার্তা, যে এস-৪০০ ধ্বংসের দাবি পুরোপুরি ভিত্তিহীন। এই অভূতপূর্ব অভিযান ও সেনার সাহসিকতার প্রশংসা করে মোদী বলেন, “অপারেশন সিঁদুর আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, দেশবাসীকে একসূত্রে বেঁধেছে। আপনারা যা করেছেন তা অভাবনীয়, অভূতপূর্ব।”