mla oath ceremony

ব্যুরো নিউজ, ২৪ জুন, শর্মিলা চন্দ্র : ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব। এবার দুই নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে শুরু বিতর্ক। এরই মাঝে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে রাজরবনের তরফে কোন রকম আমন্ত্রণ পাঠানো হয়নি বলেল জানান ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার। অন্যদিকে আমন্ত্রণ পত্র মিললেও রাজভবনে যাবেন না বলে জানিয়েছেন তৃণমূলের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

এসটিএফ-এর হাতে আটক বাংলাদেশি জঙ্গি,উদ্ধার চাঞ্চল্যকর তথ্য

উপনির্বাচনের ক্ষেত্রে সাধারণত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেন রাজ্যপাল। তবে এবার তা করেননি রাজ্যপাল। বিধানসভাকে কার্যত অন্ধকারে রেখে সরাসরি আমাকে চিঠি পাঠানো হয়েছে। ভগবানগোলার বিধায়ককে চিঠি পাঠানো হয়নি। আমি একা যাবেন না বলে জানান সায়ন্তিকা বন্দ্যাপাধ্যায়।। অন্যদিকে ‘বিধানসভার বিষয়ে স্পিকার যা বলবেন। তা-ই করব’ বলে জানান ভগবানগোলার জয়ী বিধায়ক রেয়াত হোসেন।

প্রসঙ্গত, নির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল এর আগে চিঠি পাঠিয়েছিলেন স্পিকার বিমানকে। সেই চিঠির কোন উত্তর আসেনি। এরই মধ্যে নবনির্বাচিত দুই বিধায়ককে রাজভবনের তরফে আমন্ত্রণ জানানো হয়। এরপরই পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে চিঠি পেলেও আগামী ২৬ জুন রাজভবনে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার শপথ অনুষ্ঠানের জল কোথা থেকে কত দূর গড়ায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর