mission sudarshan chakra

ব্যুরো নিউজ ১৯শে আগস্ট ২০২৫ : ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত তার নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে, যার নাম হবে ‘মিশন সুদর্শন চক্র’। দেশের কৌশলগত, সামরিক, বেসামরিক এবং ধর্মীয় স্থানগুলিকে যেকোনো সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্য এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে রক্ষা করতে সর্বশেষ প্রযুক্তির সমন্বয় ঘটাবে।


ভগবান কৃষ্ণের ‘সুদর্শন চক্র’ থেকে অনুপ্রেরণা

১০৩ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পের অনুপ্রেরণা এসেছে ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর ‘সুদর্শন চক্র’ থেকে। তিনি আরও বলেন, এই ব্যবস্থা কেবল প্রতিরক্ষার জন্যই নয়, শত্রুকে পাল্টা আঘাত করার জন্যও ব্যবহার করা যাবে, যা ভারতের আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমরা ভগবান কৃষ্ণের সুদর্শন চক্রের পথ বেছে নিয়েছি। দেশ এবং নাগরিকদের সুরক্ষার জন্য আমরা আমাদের সক্ষমতা বাড়াতে থাকব। লাল কেল্লার প্রাকার থেকে আমি আপনাদের আশ্বস্ত করছি যে, আগামী ১০ বছরে, তা কোনো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান হোক, বেসামরিক এলাকা হোক, বা আমাদের ধর্মীয় কেন্দ্র হোক, আমরা যেকোনো হামলা প্রতিরোধ করার জন্য একটি ‘রাষ্ট্রীয় সুরক্ষা কবচ’ তৈরি করব।”

Operation Sindoor : ভারতীয় রাফালের ‘ভৌতিক’ রণকৌশলে চীন-পাকিস্তানের অপপ্রচার ফাঁস !

কেন এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশেষ হবে?

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সুদর্শন চক্র’ প্রকল্পে অত্যাধুনিক নজরদারি, প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের ক্ষমতা থাকবে। এটি স্থল, আকাশ এবং সমুদ্রপথে শত্রুর হুমকি দ্রুত নিষ্ক্রিয় করতে সাহায্য করবে। সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুরে ‘ দেখা গেছে যে ভারতের বহুমুখী (multilayered)  বায়ু প্রতিরক্ষা ব্যাবস্থা শত্রু পক্ষের প্রতিটি আঘাত পরাস্ত করতে সক্ষম হয়েছে এবং আকাশ সীমা পেড়িয়ে শত্রু রাষ্ট্রের আকাশে জঙ্গি বিমান এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে । এই প্রণালিকে আরও বিপুল এবং বিস্তারের পদ্ধতি হচ্ছে ‘ মিশন সুদর্শন চক্র ‘ । এই প্রতিরক্ষা চক্রের ব্যুহ কে ভেদ করা যেমন অসম্ভব হবে , অপরন্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিমান বহর সংযুক্ত থাকার ফলে , শত্রু আকাশ সীমাতেও আঘাত হানতে পারবে ।

ভারতের নিজস্ব ‘আইরন ডোম’

যদিও প্রধানমন্ত্রী মোদী এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে বিশেষজ্ঞরা মনে করেন, এটি ইসরায়েলের  ‘আইরন ডোম’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতোই কার্যকর হবে, যা একটি অত্যন্ত কার্যকর ক্ষেপণাস্ত্র ঢাল হিসেবে পরিচিত। প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাজীব নায়ণ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি মূলত আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা সমস্যাগুলোকে সমন্বিত করেছেন। সুদর্শন চক্রের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় ভূমিকাই রয়েছে, তবে তিনি এর প্রতিরক্ষামূলক ভূমিকার ওপর জোর দিয়েছেন।”
সাম্প্রতিক ‘ অপারেশন সিঁদুরে ‘ স্বদেশী ভারতীয় আকাশ তীর প্রতিরক্ষার ক্ষমতা দেখে মার্কিন যুক্ত রাষ্ট্র ও একটি ‘ গোল্ডেন ডোম ‘ ( স্বর্ণ গোম্বুজ ) প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা করছে । আকাশ তীর প্রতিরক্ষার আরও উন্নত , বিস্তৃত এবং বিধ্বংসী সংস্করণ আগামীর ‘ সুদর্শন চক্র ‘ যা বিশাল ভারতবর্ষের প্রতিটি  অঞ্চল সুরক্ষিত রাখবে ।

Operation Sindoor : রাজনৈতিক বাধাহীন দুর্ধর্ষ সামরিক প্রযুক্তির সাফল্য অপারেশন সিঁদুর , বায়ুসেনা প্রধানের বক্তব্যের ভিত্তিতে ফিরে দেখা !

ভারতের বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

বর্তমানে ভারত বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে:

  • এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম
  • আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম
  • স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম
  • বরাক-৮ এমকে-স্যাম
  • ইগলা-এস
  • ৯কে৩৩ ওসা একে
  • ২কে১২ কুব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর