Migrant worker in Kerala living dog turned room

ব্যুরো নিউজ, ২৩ জুলাই: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এ কোন পরিস্থিতি? টাকার অভাবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মাথা গোজার ঠাঁই হয়েছে কুকুরদের থাকার ঘরে। এই ঘটনা কেরলের। কেরলের শ্রম মন্ত্রী সংবাদ মাধ্যমে এই ঘটনা জানার পরেই তদন্তের নির্দেশ দিয়েছেন। আর ওই শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে কেরল প্রশাসন।

নিজেদের ব‍্যর্থতার লজ্জা ঢাকতে কিছু দল সংসদে হৈচৈ করছে, কড়া জবাব নরেন্দ্র মোদীর

ঘটনাটি ঠিক কী?

জানা গিয়েছে, মুর্শিদাবাদের এক ব্যক্তি কেরলের এর্নাকুলামে শ্রমিকের কাজ করতে যান। কিন্তু এর্নাকুলাম জেলার পিরাভমে এক ব্যক্তির বাড়িতে কুকুরদের থাকার পরিত্যক্ত ঘর ভাড়া নেন তিনি। সাত ফুট লম্বা আর চার ফুট চওড়া কুকুরের থাকার ঘরটিতে মাথা গোজার ঠাঁই হয় ওই পরিযায়ী শ্রমিকের। রান্না করার উনুন আর বিছানা ওখানে নিয়ে আসেন। প্রতিমাসে ৫০০ টাকা দিয়ে ভাড়া দিচ্ছিলেন তিনি। আর এই খবরটি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেই কেরল পুলিশ ঘটনাস্থলে যায়।

শরিক হলেই বায়নাক্কা!নীতিশের আবদার মানলো না কেন্দ্র, স্পষ্ট বার্তা মোদির

ওই শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়। ওই শ্রমিক জানান, এলাকায় ঘর ভাড়া খুব বেশি। তাই তিনি নিজের ইচ্ছাতেই কুকুরের ঘর ভাড়া নিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, গত পাঁচ বছর ধরে পিরাভমের আশেপাশে শ্যামসুন্দর ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। সম্প্রতি জয় নামে এক ব্যক্তির পরিত্যক্ত কুকুরের ঘর ভাড়া নিয়ে বাস করতে শুরু করেন ওই পরিযায়ী শ্রমিক। তবে ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশের পরেই অন্য পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এবার শ্যামসুন্দর একটি ভাড়াবাড়িতে থাকছেন। কিন্তু জয় নামে যে ব্যক্তির ঘর তিনি ভাড়া নিয়েছেন, সেটা ঠিক হয়নি। পুলিশে অভিযোগ দায়ের না হওয়ায় কোনো পদক্ষেপ করা যায়নি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর