transoceanic rail derailment

ব্যুরো নিউজ, ২৯শে ডিসেম্বর ২০২৫ : দক্ষিণ মেক্সিকোর ওক্সাকা (Oaxaca) রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে এক ভয়াবহ বিপর্যয় ঘটেছে। গত রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে আন্তঃসাগরীয় রেলপথে (Interoceanic Rail) ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯৮ জন। মেক্সিকোর নৌবাহিনী এবং রাষ্ট্রপতি ক্লদিয়া শাইনবাম (Claudia Sheinbaum) এই প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার বিবরণ ও উদ্ধারকাজ

প্রশান্ত মহাসাগরীয় উপকূলকে মেক্সিকো উপসাগরের সাথে সংযোগকারী এই ট্রেনটি ওক্সাকা এবং ভেরাক্রুজ (Veracruz) রাজ্যের সংযোগকারী লাইনে চলাচল করছিল। ওক্সাকা রাজ্যের নিজান্দা (Nizanda) শহরের কাছে একটি বাঁক অতিক্রম করার সময় ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্যসহ মোট ২৫০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মেক্সিকোর নৌবাহিনী এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৩৬০ জন নৌসেনা, ২০টি উদ্ধারকারী যান, একাধিক ড্রোন এবং এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করে দুর্গম এলাকা থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

Thailand : বিষ্ণু মূর্তি ভেঙে কম্বোডিয়াকে বার্তা থাইল্যান্ডের? বিশ্বজুড়ে ক্ষোভ, কড়া প্রতিবাদ জানাল ভারত

রাষ্ট্রপতি ও প্রশাসনের প্রতিক্রিয়া

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শাইনবাম সামাজিক যোগাযোগ মাধ্যম ‘X’-এ গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, “আমি নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মানবাধিকার বিষয়ক উপ-সচিবকে দুর্ঘটনাস্থলে গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার নির্দেশ দিয়েছি।” ওক্সাকা রাজ্যের গভর্নর স্যালোমন জারা (Salomon Jara) জানিয়েছেন, একাধিক সরকারি সংস্থা সমন্বিতভাবে উদ্ধারকাজ ও চিকিৎসায় সহযোগিতা করছে।

https://x.com/RT_com/status/2005429519726072211

রেলপথের গুরুত্ব ও ভবিষ্যৎ

এই ‘ইন্টার ওশেনিক রেললাইন’ বা আন্তঃসাগরীয় রেলপথ মেক্সিকোর একটি উচ্চাভিলাষী পরিকাঠামো প্রকল্প। ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এটি উদ্বোধন করেছিলেন। পানামা খালের একটি কৌশলগত বিকল্প হিসেবে স্যালিনা ক্রুজ (Salina Cruz) থেকে কোয়াতজাকোয়ালকোস (Coatzacoalcos) পর্যন্ত ১৮০ মাইল দীর্ঘ এই রেলপথটি মেক্সিকোর দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ গুরুত্ব বহন করে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার পর বর্তমানে ওই রুটে সমস্ত রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

Bangladesh : সাম্প্রদায়িক কট্টরপন্থার কবলে বাংলাদেশ: দীপু দাসের পর এবার অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা

তদন্তের গতিপ্রকৃতি

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, পাহাড়ের ঢালু জায়গায় বাঁক অতিক্রম করার সময় যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে ট্রেনের মূল ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়। মৃত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর