ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর : সান্দাকফু ট্রেকের একের পর এক অভিযাত্রীর মৃত্যুর পর এবার ট্রেকিংয়ের জন্য মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সান্দাকফু যেখানে শ্বাসকষ্টজনিত সমস্যায় বেশ কিছু মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে ট্রেকারদের শারীরিক উপযুক্ততার প্রমাণ রাখতে মেডিক্যাল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা আরোপ করা হয়েছে।
মুখ্যমন্ত্রিত্ব নিয়ে মহারাষ্ট্রে চাপানউরঃ শিন্ডে বনাম ফড়ণবীস
ট্রেকিং করতে গেলে শরীরের অ্যাক্লামেটাইজেশনের প্রয়োজন
জেলাশাসক প্রীতি গোয়েলের নির্দেশ অনুযায়ী সান্দাকফু ট্রেকের অনুমতিপত্র পেতে গেলে মেডিক্যাল সার্টিফিকেট অবশ্যই লাগবে। মানেভঞ্জন থেকে এই অনুমতিপত্র সংগ্রহ করা যাবে। অনলাইনে আবেদন করার ব্যবস্থাও হতে পারে। মেডিক্যাল সার্টিফিকেটের উপর প্রশাসনের সন্দেহ হলে স্থানীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হবে। তবে মেডিক্যাল সার্টিফিকেট কতদিনের পুরনো হতে পারবে। সেই বিষয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা নেই।চিকিৎসকদের মতে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় ট্রেকিং করতে গেলে শরীরের অ্যাক্লামেটাইজেশনের প্রয়োজন। সঠিক প্রস্তুতি না থাকলে কম অক্সিজেনের পরিবেশে শরীর বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সমস্যার ক্ষেত্রে বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়। এই কারণেই সান্দাকফুর মতো উচ্চতায় ট্রেক করার আগে শারীরিক পরীক্ষা জরুরি।
চা করার পর ভুলেও ফেলবেন না চা পাতা ! জানুন ব্যবহৃত চা পাতার উপকারিতা
দার্জিলিং প্রশাসন পর্যটকদের সচেতন করার জন্য নির্দেশিকা প্রকাশ করবে। সান্দাকফুর নিকটতম স্বাস্থ্যকেন্দ্র সুকিয়াপোখরিতে থাকলেও তার পরিকাঠামো সীমিত। মানেভঞ্জনের আশপাশে নতুন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।এই উদ্যোগের মাধ্যমে দার্জিলিং প্রশাসন আশা করছে, সান্দাকফু ট্রেকিং নিরাপদ এবং আরও সংগঠিত হবে। শারীরিকভাবে উপযুক্ত পর্যটকরাই ট্রেকে অংশগ্রহণ করবেন, ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমবে।