ব্যুরো নিউজ,৩ আগস্ট:বাংলার প্রতি বঞ্চনা করে মোদি সরকার। এই অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূলের তরফে তোলা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের আধিকারিকরাও কেন্দ্রীয় সরকারের বহু ক্ষেত্রে টাকা বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বিভিন্ন রাজনৈতিক সভা কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন। এবার মমতার সেই অভিযোগকে ভোঁতা করে দিল কেন্দ্রীয় সরকার।
কোন কৌশল মমতার?একদিকে বন্ধের নির্দেশ, তবুও বাংলায় হকার উচ্ছেদে চলছে বুলডোজার,লড়াইয়ে বিজেপি
বাংলাকে বকেয়া টাকা বরাদ্দ করলো কেন্দ্র:
একাধিক বিজেপি বিধায়ককে সজোরে ধাক্কা দেয় তৃণমূল বিধায়কের গাড়ি, তুমুল বিক্ষোভ বিধানসভায়
ইতিমধ্যেই পঞ্চদশ অর্থ কমিশন অর্থাৎ 15 th Finance Commission-এর রাজ্যের জন্য বরাদ্দ টাকা মঞ্জুর করেছে মোদি সরকার। স্বাস্থ্য খাতে রাজ্যের বকেয়া ৩২৮ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে অভিযোগ ছিল, টাকার অভাবে স্বাস্থ্য পরিকাঠামোর কাজ করা যাচ্ছে না। সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারছিল না রাজ্য সরকার। বিভিন্ন খাতে টাকা ব্যয় করা সম্ভব হচ্ছিল না রাজ্যের পক্ষে। রাজ্যে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ বন্ধ হয়েছিল। নবান্নের তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার পরেই মঞ্জুর হয়েছে প্রথম দফায় ৩২৮ কোটি টাকা। ফলে স্বাভাবিকভাবে কেন্দ্রের এই টাকা পাওয়ার পরে সরকারের বঞ্চনার অভিযোগ যেমন একদিকে ভোঁতা হলো, তেমনি স্বাস্থ্যখাতে পরিকাঠামো নির্মাণের প্রকল্পগুলো যথেষ্ট গতি পাবে বলেই মনে করা হচ্ছে।
প্যারিস অলিম্পিক্স এ আরো একটি পদক স্বপ্নীল এর হাত ধরে
কেন্দ্রীয় সরকারের তরফে গত বছর অভিযোগ করা হয়েছিল, জাতীয় স্বাস্থ্য কমিশনের চুক্তি লঙ্ঘন করেছে তৃণমূল সরকার। জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তি মোতাবেক সমস্ত বিল্ডিং এর রং কমপ্লিট করার কথা ছিল। আর বাংলার সুস্বাস্থ্য কেন্দ্রগুলির রং করা হয়েছে নীল সাদা। আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার না লিখে সুস্বাস্থ্য কেন্দ্র কেন লেখা হলো, সেটা নিয়েও প্রশ্ন ওঠে।ফলে স্বাভাবিকভাবেই বরাদ্দ আটকে গিয়েছিল। কেন্দ্রের কাছে স্বাস্থ্য পরিষেবার খাতে রাজ্য পাবে ৮০০ কোটি টাকা। সেই জায়গায় প্রথমে ৩২৮ কোটি টাকা মঞ্জুর করায় স্বাস্থ্যখাতের প্রকল্পগুলি শীঘ্রই চালু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।