mamata-visit-health-building-junior-doctors-protest

ব্যুরো নিউজ,১৪ সেপ্টেম্বর:শুক্রবার রাত থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে টানা বৃষ্টি চলছে।বৃষ্টির মধ্যেই কলকাতার সল্টলেকের স্বাস্থ্য ভবনে আরজি কর ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসে আছেন ।আজ হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন।মুখ্যমন্ত্রী জানান, ‘আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের আন্দোলনকে সমর্থন জানাতে এসেছি। আপনারা যা অভিজ্ঞতা করছেন, তা আমারও জানা আছে। ছাত্র আন্দোলন থেকে আমি এখানে এসেছি।’

মারাদোনার মৃত্যুর পিছনে চিকিৎসার অবহেলার সত্যতা কি প্রমাণিত হবে?

কি বললেন মুখ্যমন্ত্রী ?

বৃষ্টির কারণে শহরের পরিস্থিতি দেখে মমতা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার রাতভর ঝড়বৃষ্টি হচ্ছে। আপনারা যেভাবে বসে আছেন, তা দেখে আমার কষ্ট হচ্ছে। গত ৩৪ দিন ধরে আমিও ঘুমোইনি, কারণ আপনা্রা রাস্তায় থাকলে আমাকে পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়।’ তিনি ডাক্তারদের আশ্বস্ত করেন যে, সরকার তাদের দাবি গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। ‘যদি আপনারা কাজে ফিরতে চান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজির সঙ্গে আলোচনা করব। যদি কেউ দোষী হন, তারা শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব দ্রুত তদন্ত শেষ করার জন্য।’

ব্লুটুথের মাধ্যমে সাইবার ঝুঁকি: সতর্ক থাকুন এই গুরুত্বপূর্ণ টিপস

মুখ্যমন্ত্রী জানান, ‘ডাক্তাররা আমাদের ঘরের ভাইবোন। আমি কোনও অবিচার হতে দেব না। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে। আরজি করের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম। যদি কেউ দোষী হয়, তাদের শাস্তি হবে। কেউ আমার বন্ধু বা শত্রু নয়, আমি তাদের চিনিই না।’ মমতা আরও বলেন, ‘সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন। আমি মুখ্যমন্ত্রী হিসেবে এখানে এসেছি,  আন্দোলনের সমব্যথী হিসেবে। আমাকে সময় দিন।’

শিবপুরের ঐতিহাসিক বটগাছের ‘বিশ্বের বৃহত্তম’ খেতাব হারাল কেন?

ধর্নামঞ্চে আন্দোলনকারীদের বিতরণ করা খাবার বিষয়ে মমতা বলেন, ‘‘যা খাবার দেওয়া হচ্ছে, তা নির্বিচারে গ্রহণ করবেন না। আমি এখানে এসে আপনাদের ছোট করার জন্য নয়, বরং বড় করার জন্য চেষ্টা করছি।’’মুখ্যমন্ত্রীর উপস্থিতির পরেও আন্দোলনকারীরা বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। কিছু সময় মাইক হাতে দাড়িয়ে থাকেন মমতা। তবে ধর্নাস্থলে কিছু বিশৃঙ্খলার কারণে তিনি বক্তব্য শুরু করতে পারেননি।উল্লেখ্য, বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা নবান্নে  বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন, তবে বৈঠক ভেস্তে যায়।কারণ ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের লাইভ স্ট্রিমিং অর্থাৎ সরাসরি সম্প্রচারের দাবি করেছিলেন।কিন্তু তাতে তিনি  রাজি হননি ।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর