Mamata, Abhishek Banerjee

ব্যুরো নিউজ, ১৯ মে : মমতা-অভিষেককে গাড়ি চাপা দিয়ে মারার হুমকি! সাদা কাপড়ে সবুজ কালি দিয়ে হাতে লেখা পোস্টারটি। উলুবেরিয়ার ফুলেশ্বর এলাকায় একটি নির্মাণ বিল্ডিং-এ এমনই হুমকি পোষ্টার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

৪ জুনের পর কী ‘অ্যাকশন’ মোদীর? তাঁর কথায় কীসের ইঙ্গিত?

পশ্চিমবঙ্গে 20 মে  লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহন৷ এই পর্বে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্রে ভোট হবে। যার মধ্যে হাওড়াতেও ভোট রয়েছে।

এদিকে আগামিকাল অর্থাৎ ২০ মে হাওড়ায় ভোট গ্রহন। তার মাঝেই উলুবেরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রানে মারার হুমকি পোষ্টার মেলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ জানিয়েছে, পোস্টারটি ইটের স্তুপে ঝুলতে দেখা যায়। যেখানে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে প্রানে মারার হুমকি দেওয়া হয়েছে। সেখানে লেখা, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে  গাড়ি চাপা দিয়ে মারাব মেরে। তার পর সবাই প্রদীপ জ্বালাবে।”এছারাও সেখানে লেখা "আমার কাছে একটি গোপন চিঠি আছে"। তবে গোপন চিঠিটির অর্থ কী? তা এখনও স্পষ্ট নয়।

মনে করা হচ্ছে এটি একটি প্র্যাঙ্কও হতে পারে। পুলিশ কর্তা জানিয়েছেন, আমরা বিষয়টি দেখছি। কোন ব্যক্তি বা কোনও দল এতে জড়িত ছিল কি না টাও খতিয়ে দেখা হবে বলে জানান। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর