আইপিএল নিলামে মল্লিকার দুটি বড় ভুল

ব্যুরো নিউজ,২৬ নভেম্বর:গত বছর প্রথম আইপিএলের নিলামে সঞ্চালক হিসেবে দেখা গিয়েছিল মল্লিকা সাগরকে। ২০২৩ সালে তার সঞ্চালনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং দলের মালিকেরা সন্তুষ্ট ছিলেন। তাই এবারের মেগা নিলামের সঞ্চালনার দায়িত্বও তাকেই দেওয়া হয়। কিন্তু নিলামের প্রথম দিন মল্লিকার দুটি বড় ভুলের কারণে গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের ২৫ লাখ এবং ৪০ লাখ টাকা অতিরিক্ত খরচ হয়।

বেসরকারি বাসের রেষারেষি বন্ধে নতুন পদক্ষেপঃ পরিবহণমন্ত্রীকে স্মারকলিপি

কেকেআর কোনো আগ্রহই দেখায়নি


মল্লিকা প্রথম ভুলটি করেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলারের নিলামের সময়। গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল। গুজরাত ১৫.৫০ কোটি টাকা দাম দিয়েছিল, কিন্তু মল্লিকা ভুলবশত ঘোষণা করেন, লখনউ ১৫.৭৫ কোটি টাকা দিতে রাজি হয়েছে। এতে গুজরাতকে অতিরিক্ত ২৫ লাখ টাকা দিয়ে বাটলারকে কিনতে হয়, যেহেতু শেষ প্রশ্ন ছিল লখনউকে ১৫.৭৫ কোটি টাকা দিতে হবে।দ্বিতীয় ভুলটি ঘটে অভিনব মনোহরের নিলামে। বেশ কয়েকটি দলের মধ্যে লড়াই চলছিল, এবং সানরাইজার্স হায়দরাবাদ ২.৮০ কোটি টাকা পর্যন্ত দাম দিয়েছিল। কিন্তু মল্লিকা ভুলবশত জানান, কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি টাকা দাম দিয়েছে। ফলে হায়দরাবাদ কর্তৃপক্ষ এই ভুল শুনে ৩.২০ কোটি টাকা দিয়ে অভিনবকে কিনে নেয়। যদিও কেকেআর কোনো আগ্রহই দেখায়নি, কিন্তু মল্লিকার ঘোষণার কারণে হায়দরাবাদকে অতিরিক্ত ৪০ লাখ টাকা খরচ করতে হয়।

বাজারদর নিয়ন্ত্রণে রাজ্যের উদ্যোগঃ আলু-পেঁয়াজের দাম এখনও উচ্চতর, তবে দাম কমছে আনাজের

আইপিএল নিলামের প্রথম দিনে মল্লিকার এই দুটি ভুল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার ভুলের কারণে দলগুলোর আর্থিক ক্ষতির পাশাপাশি, কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মল্লিকা দ্রুততার সঙ্গে নিলাম পরিচালনা করার সময় কিছু সময় ইশারা বুঝতে ভুল করেন, তবে বাকি ক্ষেত্রে দলগুলোর আর্থিক ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর