Mahavatar Narsimha OTT

ব্যুরো নিউজ ৫ আগস্ট ২০২৫ : সম্প্রতি প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করে নিয়েছে অ্যানিমেটেড ছবি ‘মহাঅবতার নরসিংহ’। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পর এবার এই ছবিটির ওটিটি মুক্তি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পুরাণ-ভিত্তিক গল্প এবং দুর্দান্ত ভিএফএক্স ভিজ্যুয়ালের জন্য ছবিটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সবাই এখন জানতে আগ্রহী, কবে এবং কোন প্ল্যাটফর্মে এই ছবিটি দেখা যাবে।

ওটিটি মুক্তির আপডেট

গত ২৫ জুলাই জনপ্রিয় কন্নড় প্রযোজনা সংস্থা হোমবলে ফিল্মসের ব্যানারে ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। একটি অ্যানিমেটেড ছবি হওয়া সত্ত্বেও, এটি বক্স অফিসের আয়ের দিক থেকে অনেক বড় বড় ছবিকে টেক্কা দিয়েছে। জানা গেছে, ছবিটি মুক্তির আগে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে এর ওটিটি মুক্তির চুক্তি হয়নি। তবে, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর নবরাত্রির কাছাকাছি সময়ে ছবিটি ওটিটিতে আসতে পারে। শোনা যাচ্ছে, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে হিন্দিতে এই ছবিটি দেখা যেতে পারে। যদিও, এই বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি। তাই পরিচালক অশ্বিন কুমারের এই পৌরাণিক গল্পের ছবিটি দেখতে আপাতত আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

ISKCON-এর সহায়তা ও গল্পের বিশেষত্ব

‘মহাঅবতার নরসিংহ’ ছবিটি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ এবং তাঁর ভক্ত প্রহ্লাদের গল্পকে কেন্দ্র করে নির্মিত। ছবির আধ্যাত্মিক এবং ঐতিহাসিক নির্ভুলতা নিশ্চিত করতে নির্মাতারা ইসকন (ISKCON)-এর সহায়তা নিয়েছিলেন, যা বৈদিক দেব-দেবী ও পৌরাণিক চরিত্রগুলির চিত্রায়নে বিশেষ মাত্রা যোগ করেছে। এই কারণেই ছবিটি আন্তর্জাতিক মানের অ্যানিমেটেড ছবির সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়েছে।

শেফালি জারিওয়ালার অকাল প্রয়াণ: এক ঝলমলে তারকার করুণ বিদায়

বক্স অফিসের রিপোর্ট

মাত্র ১৫ কোটি টাকা বাজেটে তৈরি হওয়া ‘মহাঅবতার নরসিংহ’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ১০ দিনে ছবিটি ৯১ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। এর মধ্যে শুধুমাত্র হিন্দি বলয় থেকেই আয় হয়েছে ৬৮ কোটি টাকা। এই পরিসংখ্যান থেকেই ছবির জনপ্রিয়তা এবং সাফল্যের অনুমান করা যায়। এটি ভারতের তৈরি সেরা অ্যানিমেটেড ছবিগুলির মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত হচ্ছে এবং এই একই শ্রেণির বহু আন্তর্জাতিক চলচ্চিত্রের মানও ছাপিয়ে গেছে ।  কানতারা-খ্যাত হোমবলে ফিল্মসের আরও এক বিশ্বসেরা প্রতিবেদন !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর