ব্যুরো নিউজ, ৫ই জানুয়ারী ২০২৬ : ভেনেজুয়েলার দীর্ঘদিনের সমাজতান্ত্রিক শাসক নিকোলাস মাদুরোর পতনের নেপথ্যে নিজের দলের ভেতর থেকেই ‘বিশ্বাসঘাতকতা’ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, ইতিহাস একদিন এই চরম বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে দেবে। অন্যদিকে, কীভাবে মাত্র ২ ঘণ্টা ২০ মিনিটের মধ্যে এক শ্বাসরুদ্ধকর সামরিক অভিযানে মাদুরোকে বন্দি করা হলো, তার রোমহর্ষক তথ্যও সামনে আসছে।
“ইতিহাস তাদের ক্ষমা করবে না”: মাদুরো পুত্রের হাহাকার
মাদুরোর ছেলে ও ক্ষমতাসীন দলের সিনিয়র নেতা নিকোলাস মাদুরো গুয়েরা একটি অডিও বার্তায় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের ভেতর থেকেই কেউ শত্রুর সাথে হাত মিলিয়েছে। আজ আমাদের কষ্ট হচ্ছে, আমাদের রাগ হচ্ছে, কিন্তু চাভিসমো (Chavismo) আন্দোলন শেষ হয়ে যায়নি।” তিনি ৪ ও ৫ জানুয়ারি দেশজুড়ে দলীয় সমর্থকদের রাস্তায় নামার এবং মনোবল ধরে রাখার নির্দেশ দিয়েছেন।
যেভাবে চালানো হলো সেই ‘স্টিলথ’ অপারেশন
মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, এই অভিযানে অনেকটা ওসামা বিন লাদেনকে ধরার কৌশলী ছক আঁকা হয়েছিল। প্রথমে মাদুরোর নিরাপত্তা বলয়ের ভেতর থেকে একটি গোয়েন্দা তথ্য ফাঁস করা হয় যে, মার্কিন বাহিনী হামলা করতে আসছে। এতে আতঙ্কিত হয়ে মাদুরোকে তার সুরক্ষিত সামরিক জোন থেকে সরিয়ে একটি গোপন ‘সেফ হাউসে’ নিয়ে যাওয়া হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মাদুরোর এই মুভমেন্ট ট্র্যাক করছিল। এরপর শুরু হয় মূল অপারেশন:
আকাশপথে বিভ্রান্তি: ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে ব্যস্ত রাখতে প্রায় ১৫০টি মার্কিন যুদ্ধবিমান আকাশসীমায় আক্রমণ চালায়।
স্টিলথ হেলিকপ্টারের ব্যবহার: যখন সামরিক বাহিনী আকাশযুদ্ধে ব্যস্ত, তখন রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক স্টিলথ হেলিকপ্টার মাদুরোর গোপন আস্তানায় আছড়ে পড়ে।
বন্দি ও প্রস্থান: সেখানে মাদুরোর অনুগত রক্ষীদের সাথে ব্যাপক বন্দুকযুদ্ধের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয়।
মাচাদোর প্রতিক্রিয়া: “ন্যায়ের জয় হয়েছে”
নোবেল শান্তি পুরস্কার জয়ী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নরওয়ের অসলো থেকে এই অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “মাদুরোকে এখন নিজের কৃতকর্মের জন্য আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং জনগণের ইচ্ছারই জয় হয়েছে।” তিনি অবিলম্বে রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং নির্বাসিত নাগরিকদের দেশে ফেরার পরিবেশ তৈরির আহ্বান জানান।
Nobel Peace Prize 2025 : গণতন্ত্রের লড়াকু মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার , নেপথ্যে ভেনেজুয়েলার ক্ষমতা পরিবর্তনের রাজনীতি!
আজ মার্কিন আদালতে হাজিরা
সোমবার দুপুরে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদুরো দম্পতিকে হাজির করা হবে। তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ এবং যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ভেনেজুয়েলার জনগণের ওপর বছরের পর বছর ধরে চালানো নিপীড়নের বিচার মার্কিন মাটিতেই সম্পন্ন হবে।



















