ব্যুরো নিউজ, ১ জুন : সপ্তম দফার ভোটের আগে উত্তেজনা ছড়াল তমলুকে। তমলুকে স্ট্রংরুমের আশেপাশে সন্দেহজনক কয়েকজনকে দেখা যায়। অভিযোগ তমলুকে ষষ্ঠ দফার নির্বাচন হয়েছে শনিবার। শুক্রবার রাতে স্ট্রংরুমের আশেপাশে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদও করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।
ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে
আইপ্যাকের ছেলেরা ছিল বলে অভিযোগ
বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ‘আইপ্যাকের ছেলেরা কোনও প্রবলেম করার জন্য আসছিল। কোনও কারণে গণনার দিনে কোনও গন্ডগোল, কোনওরকম আর্মস ছিল। যদি আর্মস নাও থাকে, তাহলে এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? আইপ্যাকের ছেলেরা ছিল বলেই শোনা যাচ্ছে।’