'লাইটইয়ার' সিনেমা কেন নিষিদ্ধ হয়েছিল ১৪টি দেশে? চুম্বন দিবসে জানুন নেপথ্যে কারণ

ব্যুরো নিউজ,১৩ ফেব্রুয়ারি:২০২২ সালে মুক্তি পাওয়া ওয়াল্ট ডিজনির বিখ্যাত অ্যানিমেটেড সিনেমা ‘লাইটইয়ার’ বিশ্বের ১৪টি দেশে নিষিদ্ধ হয়ে যায়। সিনেমাটির একটি দৃশ্যে সমলিঙ্গ দুই মানুষের চুম্বন দেখানো হয়েছিল।কিন্তু এই চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি তোলায় সিনেমাটিকে বেশ কিছু দেশের রোষে পড়তে হয়েছিল।

উদিত নারায়ণের এক তরুণী অনুরাগীকে চুম্বন করার ঘটনায় মমতাশঙ্করের প্রতিবাদ

কোন কোন দেশ নিষিদ্ধ করেছিল?

এই সিনেমাটি প্রথম নিষিদ্ধ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর একে একে নিষিদ্ধ করার তালিকায় যোগ হয় পশ্চিম এশিয়ার দেশগুলি সহ আরও ১৪টি দেশ। এর মধ্যে ছিল সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, লেবানন এবং চিন। বিশেষ করে চিন, যেটি পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র বাজার, তাদের পক্ষ থেকে এই দৃশ্য বাদ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে, ওয়াল্ট ডিজনি সেই প্রস্তাবে সম্মত হয়নি এবং দৃশ্যটি বাদ দিতে অস্বীকার করে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, সিনেমায় সমলিঙ্গের মানুষের মধ্যে চুম্বনের দৃশ্য থাকলেও তা ছিল খুবই ক্ষণস্থায়ী। তবুও, ১৪টি দেশেই এই দৃশ্যটি অসঙ্গত বলে মনে করা হয়েছিল, যার কারণে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। কিছু দেশে এমন ধরনের যৌনতার প্রকাশ অপরাধ হিসেবে গণ্য হয়, যার ফলে পুরো সিনেমাটিই নিষিদ্ধ করা হয়েছিল।

উদিত নারায়ণের চুমু কাণ্ডঃ বিতর্কে জড়িয়ে পড়লেন অভিজিৎ ভট্টাচার্যও

‘লাইটইয়ার’ সিনেমাটি মূলত বিখ্যাত পিক্সার চলচ্চিত্র ‘টয় স্টোরি’ সিরিজের একটি অংশ। এতে বুজ লাইটইয়ারের চরিত্রটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। ছবিটি বিশ্বজুড়ে সমালোচনার পাশাপাশি প্রশংসাও পেয়েছিল, তবে সেই চুম্বন দৃশ্যটি অনেকের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়।এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কীভাবে একটি সাধারণ চুম্বন দৃশ্য আন্তর্জাতিক চলচ্চিত্রের বাজারে এত বড় বিতর্ক সৃষ্টি করতে পারে? কিছু দেশের সমাজের মূল্যবোধ এবং সংস্কৃতি এটি মেনে নিতে পারেনি, যা সিনেমাটির নিষিদ্ধ হওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর