প্রাক্তন স্ত্রী তার ছবি লাপাতা লেডিস থেকে বাদ দিয়েছিল আমির খানকে, নেপথ্যের কারণ কি বৈবাহিক সম্পর্ক? সমাজ মাধ্যমে মুখ খুললেন আমির

ব্যুরো নিউজ ২৭ মার্চ : কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ়’ চলচ্চিত্রে পুলিশ আধিকারিক মনোহরের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তার প্রাক্তন স্বামী আমির খান। কিন্তু পুলিশ আধিকারিক মনোহরের চরিত্রে অভিনয় করতে দেখা যায় রবি কিশনকে। মনোহরের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রবি কিশন। আমির খান  ও কিরণ রাও এর বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালে, কিন্তু তার পরেও নিজের চলচ্চিত্রে অডিশানের সুযোগ দেন আমির খানকে , যদিও সেই অডিশানে উত্তীর্ণ হতে পারেননি আমির খান। কিরণ রাও জানিয়েছিলেন, আমির খান আলাদা করে অডিশন দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রবি কিশনকে ওই চরিত্রের জন্য বেছে নেন পরিচালক। এক্ষেত্রে  শুধুই কি চরিত্রটির জন্য উপযুক্ত ছিল না আমির খান নাকি প্রাক্তন স্বামীকে কাস্টিং এ নিতে নারাজ কিরণ রাও।  সম্প্রতি, আমিরের অডিশনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা তার নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এর মাধ্যমে কি রয়েছে কোন সুপ্ত ইঙ্গিত ? সেই চরিত্রের জন্য তিনিও কম কিছু নন এমনটাই বোঝাতে চাননি তো অভিনেতা ?

হৃত্বিক রোশান মনে প্রানে চেয়েছিলেন করিনাকে বিয়ে করতে কিন্তু কোন গোপন কারণে করিনা প্রস্তাব ভেস্তে দিলেন

ভিডিওটি দেখে নেটাগরিকরা নানা ধরনের মন্তব্য করেছেন। অনেকেই মনে করছেন, আমিরের পরিবর্তে রবি কিশনকে এই চরিত্রে নেওয়া ভালো সিদ্ধান্ত ছিল। একাধিক মন্তব্যকারী বলছেন, আমিরের মতো সুপারস্টার যদি চরিত্রটি করতেন, তবে দর্শক আগে থেকেই চমক ধরে ফেলতেন। অন্যদিকে, কেউ কেউ আবার আমিরের অভিনয়ের প্রশংসা করেছেন। একজন কমেন্টে লিখেছেন, “কোনো অভিনেতা যদি তার ব্যর্থ অডিশন ভিডিও নিজে সমাজমাধ্যমে পোস্ট করেন, তবে সেটা সত্যিই বিরল ঘটনা, আর আমির তা করে দেখিয়েছেন।”

দুঃখ কষ্টের দিন শেষ শনি গ্রহের সুদৃষ্টিতে মালামাল হতে চলেছে এই রাশিগুলি, আপনিও আছেন কিনা জেনে নিন

অডিশন ভিডিওটি প্রকাশ হওয়ার পর দর্শকরা আরও জানতে পারলেন, কীভাবে আমির খাকি উর্দিতে মনোহরের চরিত্রের জন্য চেষ্টা করেছিলেন। যদিও চরিত্রটি রবির হাতেই শেষ পর্যন্ত আসে, তার অভিনয় দর্শকদের মনে স্থান করে নিয়েছে। ছবিটি চলতি বছরে ৯৭তম অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেছিল, তবে শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পেতে পারেনি।

তৃণমূলের মঞ্চে আইসি, গলায় উত্তরীয় ঘিরে বিতর্ক

রবি কিশনকে এই চরিত্রের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করার ফলে ছবির উপস্থাপনা আরও শক্তিশালী হয়েছে বলে অনেকে মনে করছেন। সুতরাং, ‘লাপতা লেডিজ়’ ছবির চরিত্র নির্বাচন এবং অভিনয়ের ক্ষেত্রেও অনেক আলোচনা রয়েছে, যা ভবিষ্যতে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর