শ্রাবনী দাশগুপ্ত, ২৭ এপ্রিলঃ ইস্কনের পক্ষ থেকে  বৃহস্পতিবার কলকাতায় প্রকাশিত হল শ্রীশ্রীমৎ কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুরের স্বলিখিত জীবনী। ভক্তি বিনোদ ঠাকুর বৈষ্ণবদের কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তিনি দেশের পাশাপাশি বিদেশেও বৈষ্ণব ধর্ম প্রচারে ব্রতী হয়েছিলেন। নিজে ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি  বৈষ্ণব ধর্মের প্রচারে  ব্রতী হন। দেড়শোটির বেশি বই লিখেছিলেন তিনি। ১৮৯৬ সালে কানাডাতে গিয়ে তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেন। এবং সেখানেও তাঁর লেখা একটি বই প্রকাশিত হয়। মায়াপুরে  চৈতন্য মহাপ্রভুর  প্রকৃত জন্মস্থান খুঁজে বার করে তা চিহ্নিত করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে ভক্তি বিনোদ ঠাকুরের এই আত্মজীবনী ১৮৯৬ সালে লেখা। তাঁর পুত্র ললিতা প্রসাদকে  লেখা একটি চিঠির আকারে  ছিল সেই আত্মজীবনী। ভক্তি বিনোদ ১৯১৪ সালে প্রয়াত হন। এর দু’বছর পর অর্থাৎ ১৯১৬ সালে ললিতা প্রসাদ সেটিকে বইয়ের আকারে প্রকাশ করেন। কিন্তু এরপর আর কখনও বইটি ছাপানো হয়নি। ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে দে’জ পাবলিশিং প্রকাশ করেছে বইটির এবারের সংস্করণ।

এদিনের এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্কনের সহ সভাপতি রাধারমণ প্রভু, গভর্নিং বডির সদস্য গৌরাঙ্গ প্রভু, ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ডঃ সুমন্ত রুদ্র এবং এই জীবনী গ্রন্থের সম্পাদক ডঃ শান্তনু দে প্রমুখ।( EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর