ইভিএম নিউজ ব্যুরো, ১০ অগাস্টঃ (Latest News) এবার হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। মৃতের নাম স্বপ্নদ্বীপ কুন্ডু। বাড়ি নদীয়ার বগুড়ায়। সূত্রের খবর গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। জানা যায় মৃত্যুর আগে শেষবারের মতো শুধু মায়ের সঙ্গে কথা বলে স্বপ্নদ্বীপ। পুরো ঘটনাটি র্যাংগিয়ের অভিযোগ তোলেন মৃতের পরিবার।
চলতি বছরই যাদবপুরে (Jadavpur Uniersity) বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন বছর ১৮-র ওই পড়ুয়া। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গতকাল বাংলা প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত ছিল স্বপ্নদীপ। হঠাৎই মাঝরাতে হস্টেলের বাকি সদস্যরা বিকট কিছু পড়ার আওয়াজ পান। এরপরই দেখা যায় নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্বপ্নদীপ। গুরুতর জখম অবস্থায় কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে। আজ সকালে মৃত্যু হয় ওই পড়ুয়ার। আত্মহত্যা? নাকি পুরোটাই পরিকল্পিত ? খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।
এই প্রসঙ্গে, আজ স্বপ্নদ্বীপ কুণ্ডুর মামা অরূপ কুণ্ডু সংবাদমাধ্যমের কাছে ভাগ্নের রহস্যমৃত্যুর নেপথ্যে ‘র্যাগিং’ আছে বলে যাদবপুর থানায় এফআইআর দায়েরও করেন। ইতি মধ্যেই আত্মীয়দের নিয়ে নদিয়া থেকে কলকাতায় চলে এসেছেন বাবা রামপ্রসাদ কুণ্ডু আর মা স্বপ্না কুণ্ডু।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে তৈরি করা হয়েছে নিজস্ব কমিটি।
পুলিশ সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের ‘এ’ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদীপের। আত্মহত্যা নাকি ধাক্কা দিয়ে ফেলে খুন করা হয়েছে? তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আজ এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ অফিসাররা।
এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য বলেন, ‘এমন ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। যদি র্যাগিংয়ের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা কড়া পদক্ষেপ করব।’ (EVM News)