ব্যুরো নিউজ,২৬ জুলাই: কলকাতা ক্রমশ বদলে যাচ্ছে। আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে দেশের প্রাচীনতম কলকাতা মেট্রো। ডিজিটাল ব্যবস্থা দিকে মোড় কলকাতার মেট্রো। যাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে। কলকাতা মেট্রো। এক ভিডিয়ো মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন মেট্রো রেল মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
কলকাতা হাইকোর্টে কাজ বন্ধ বিচারপতির ক্ষোভ
এই সুবিধা কিভাবে পাবেন
ক্রমশ বদলাচ্ছে কলকাতা। আর তার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে দেশের প্রাচীনতম কলকাতা মেট্রো রেল। ক্রমে ক্রমে ডিজিটাল ব্যবস্থার দিকে ঝুঁকছে মেট্রো রেল। কৌশিক বিদ্রোহ একটি ডিজিটাল ভিডিয়ো মাধ্যমে জানান,”স্মার্ট কার্ড রিচার্জ করা বা টোকেন কেনার সময় সঙ্গে যদি পর্যাপ্ত খুচরো না থাকে তাহলে তা ইউপিআই পদ্ধতিতে করে নেওয়া যাবে”। সেক্ষেত্রে যাত্রীকে গিয়ে কাউন্টারে জানাতে হবে যে সে ইউপিআইকে পেমেন্ট করতে চায়। তারপর কাউন্টারে বসে থাকা মেট্রো কর্মী তাঁকে একটি কোড দেবেন, যেটা ভেসে উঠবে স্ক্রিনে। আর সেই কোড স্ক্যান করলেই করা যাবে পেমেন্ট। সমস্ত কাউন্টারেই এই সুবিধা রাখা হয়েছে বলে জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ।
জামালের প্রাসাদে জলের ট্যাঙ্ক নাকি গুপ্তধনের ঝাঁপি
এই ব্যবস্থা চালু হয়েছে অরেঞ্জ ও পার্পল লাইনে।মেট্রো রেল জানিয়েছে যে, ইউপিআই পদ্ধতিতে পেমেন্টের ক্ষেত্রে যাত্রীরা ব্যাপক সাড়া দিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো জানায়, ইউপিআই পদ্ধতি চালু হওয়ার পর থেকে এই সিস্টেমে পেমেন্ট করার ক্ষেত্রে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানান যে, এই জুলাই মাসে প্রায় ২৬% যাত্রী UPI ব্যবহার করেছেন। লক্ষ্য করা গেছে, দক্ষিণেশ্বর, বরানগর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, গীতাঞ্জলি, শিয়ালদহ, হাওড়া এবং হাওড়া ময়দান স্টেশনে সব থেকে বেশি সংখ্যক যাত্রী টোকেন, স্মার্ট কার্ড ক্রয় এবং স্মার্ট কার্ড রিচার্জ করার ক্ষেত্রে এই নতুন ব্যবস্থার সাহায্য নিচ্ছেন।