kolkata-ed-raid-medical-admission-scam-2025

ব্যুরো নিউজ ,৬ মে: সাতসকালে শহর জুড়ে চাঞ্চল্য! এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল হতেই কলকাতার নিউটাউন, বালিগঞ্জ-সহ একাধিক এলাকায় একযোগে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, মোট চার থেকে পাঁচটি জায়গায় একসঙ্গে তল্লাশি চলছে।

১৯৭১ সালের পর প্রথম: সারা দেশে অসামরিক মহড়া, বাংলার ৩১ এলাকাতেও প্রস্তুতি চূড়ান্ত

এনআরআই কোটার সিট বিক্রি কি ভাবে

গত কয়েক বছর ধরেই বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে এনআরআই কোটার সিট বিক্রি নিয়ে অভিযোগ উঠছিল। তদন্তকারীদের দাবি, কোটি কোটি টাকার বিনিময়ে অনিয়ম করে এই আসন বরাদ্দ করা হয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে আসে এই দুর্নীতির জাল রাজ্যের প্রায় ১৮টি বেসরকারি মেডিক্যাল কলেজে ছড়িয়ে রয়েছে। কয়েক মাস আগেও এই মামলায় যাদবপুরের একটি নামী কলেজ-সহ বহু প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়েছিল।

পহেলগাঁও হামলার নেপথ্যে স্থানীয় স্লিপার সেলের জাল!দাবি করলেন এক প্রাক্তন কাশ্মীরি জঙ্গির

তবে মঙ্গলবারের হানায় নতুন মোড় এসেছে। এ দিন সকালে ইডির দল বালিগঞ্জের বসন্ত রায় রোডের একটি আবাসনে পৌঁছায়। একই সময় তল্লাশি চলে নিউটাউনের সিই ব্লকে, যেখানে সৌরভ সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আধিকারিকেরা। জানা গিয়েছে, ওই ব্যক্তি সেখানে একটি কোচিং সেন্টার চালাতেন, যার নাম জড়িয়েছে এই ভর্তি দুর্নীতিতে। পাশাপাশি অভিযান চলছে পার্ক সার্কাসের তারক দত্ত রোডেও।

ইডি সূত্রের দাবি, অনাবাসী ভারতীয়দের মেডিক্যাল কলেজে এনআরআই কোটার আসন পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতানো হচ্ছিল। গতবারের তল্লাশিতে যে নথি এবং কম্পিউটারের তথ্য বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলির বিশ্লেষণেই আরও বেশ কিছু বেআইনি লেনদেনের হদিস মিলেছে বলে তদন্তকারীরা জানাচ্ছেন। নথিতে কারচুপি করে বেআইনি ভর্তির চক্রে কোটি কোটি টাকার আদানপ্রদান হয়েছে বলে সন্দেহ।

তদন্তকারীদের মতে, এবারকার তল্লাশি অভিযানের মূল উদ্দেশ্য হল এই বেআইনি লেনদেনের পেছনের মূল চক্রগুলিকে চিহ্নিত করা এবং অর্থের গতিপথের হদিস পাওয়া। এই কারণেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঠিকানায় হানা দেওয়া হয়েছে একযোগে।

অভিযান সংক্রান্ত মূল পয়েন্ট:

  • কলকাতার নিউটাউন, বালিগঞ্জ, পার্ক সার্কাসে তল্লাশি

  • এনআরআই কোটায় ভর্তি নিয়ে কোটি টাকার দুর্নীতি তদন্তে সক্রিয় ইডি

  • কোচিং সেন্টার ও ব্যবসায়ীদের বাড়িতে হানা

  • গতবার বাজেয়াপ্ত নথিতে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান

  • অনিয়মের মূল চক্র ভাঙতেই একযোগে হানা শহরজুড়ে

মহানগরের শিক্ষা প্রতিষ্ঠান ও ভর্তি ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে এই অভিযান ঘিরে। আগামী দিনে তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর গোটা রাজ্যের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর