kojagori-laxmi-pujo-timing-guide

ব্যুরো নিউজ ১৬ অক্টোবর : আজ কোজাগরী লক্ষ্মী পুজো, যা দুর্গা পুজোর পরের গুরুত্বপূর্ণ উৎসব। মা লক্ষ্মীকে সন্মান জানাতে দুর্গা পুজোর দশমী পর থেকেই শুরু হয় প্রস্তুতি। তবে এবারের লক্ষ্মী পুজোয় কিছুটা আলাদা দেখা দিয়েছে, বিশেষ করে পূর্ণিমা তিথি নিয়ে।

অমিত শাহের কলকাতা সফরঃবিজেপির সদস্য সংগ্রহ অভিযান

ভিন্ন পঞ্জিকার ভিন্ন মত

এই বছর লক্ষ্মী পুজোর লগ্ন ১৬ ও ১৭ অক্টোবর, দুটো দিনেই অনুষ্ঠিত হবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোজাগরী লক্ষ্মী পুজোর লগ্ন ১৬ অক্টোবর থেকে শুরু হবে। ১৬ অক্টোবর রাত থেকেই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, যা লক্ষ্মী পুজোর ক্ষণের সূচনা করে।পঞ্জিকাগুপ্তপ্রেস অনুযায়ী, ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু হবে এবং ১৭ অক্টোবর বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। অন্যদিকে, আরেকটি পঞ্জিকা অনুযায়ী ১৬ অক্টোবর রাত ৮টা ৪১ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে ১৭ অক্টোবর বিকেল ৪টা ৫৬ মিনিটে শেষ হবে।

‘সিংহম এগেইন’ সিনেমায় তারকাদের বাজেট জানুন!

শারদ পূর্ণিমার দিন রবি যোগও রয়েছে, যা খুব শুভ বলে মনে করা হয়। এই রবি যোগ ১৬ অক্টোবর ভোর ৬টা ২৩ মিনিটে শুরু হবে এবং রাত ৭টা ১৮ মিনিটে শেষ হবে।সুতরাং, এই কোজাগরী লক্ষ্মী পুজোয় সঠিক লগ্নে পুজো করে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করুন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর