শামির বোলিং সামলানো কঠিন বলেও স্বীকার

ব্যুরো নিউজ,১ মার্চ :কথার মাঝেই তিনবার মাইক্রোফোন বিগড়ে গেল! সাংবাদিকদের প্রশ্ন শুনতে সমস্যা হওয়ায় একটু বিরক্ত হয়েই মিডিয়া ম্যানেজারকে কেএল রাহুল বললেন, “মাইক বন্ধ করে দিন, আমি ওদের কথা শুনতে পাচ্ছি।” তবে যান্ত্রিক সমস্যার আগে ও পরেও বেশ খোশমেজাজেই পাওয়া গেল তাকে।নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নানা প্রশ্নের উত্তর দিলেন রাহুল। রবিবারের ম্যাচে রোহিত শর্মা ও মহম্মদ শামি বিশ্রাম পাবেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তবে ঋষভ পন্থের সঙ্গে প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে যে লড়াই চলছে, তা স্বীকার করলেন।

আফগান ব্যাটারকে রান আউট থেকে বাঁচালেন স্মিথ! প্রশংসায় ভাসছেন অজি অধিনায়ক

ফিটনেস ও দলের পরিকল্পনা

রাহুল জানালেন, দলে এখন পর্যন্ত চোট সমস্যা নেই। সবাই ফিট এবং জিম ও অনুশীলন করছে। তবে দলে কোনো পরিবর্তন আসবে কি না, সে ব্যাপারে ধোঁয়াশা রেখেই বললেন, “সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার নয়। তবে যারা খেলেনি, তাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা থাকতেই পারে।”

ঋষভ পন্থের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিপার হিসেবে রাহুলই খেলছেন, আর পন্থ রয়েছেন রিজার্ভে। তার সঙ্গে জায়গা পাওয়ার লড়াই নিয়ে রাহুল বললেন, “অবশ্যই লড়াই আছে। পন্থ খুব প্রতিভাবান ক্রিকেটার, ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। তবে একাদশে কার জায়গা হবে, সেটা কোচ ও অধিনায়ক ঠিক করবেন।”

নিউজিল্যান্ড ম্যাচ কঠিন চ্যালেঞ্জ

পাকিস্তান ও বাংলাদেশকে সহজেই হারালেও, নিউজিল্যান্ড যে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে, তা মেনে নিলেন রাহুল। তিনি বললেন, “এই প্রতিযোগিতায় কোনও ম্যাচই সহজ নয়। নিউজিল্যান্ড গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে, তাই আমাদের পুরো প্রস্তুত থাকতে হবে।”

দুবাইয়ের উইকেট ও প্রস্তুতি

কিছু সমালোচক বলছেন, দুবাইয়ের উইকেট ভারতের অনুকূল। কিন্তু রাহুল মনে করেন, “আমরা আগে এই ধরনের উইকেটে খেলেছি, তাই অভ্যস্ত। বল সঠিকভাবে ব্যাটে আসে না, তাই ধৈর্য ধরে খেলতে হয়। আমরা এক সপ্তাহ আগে এসে অনুশীলন করেছি, যা আমাদের সাহায্য করছে।”

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিচ্ছে আফগানিস্তান? নাকি নির্ভর করছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের উপর?

শামির বল সামলানো কঠিন!

শামির বিপক্ষে উইকেটকিপিং করা যে কঠিন, তা মজার ছলেই স্বীকার করলেন রাহুল। বললেন, “শামি সবসময় এমন বল করে যাতে আমাকে ঝাঁপিয়ে ধরতে হয়! সে আমাকে নায়ক বানাতে চায়, আবার কখনো বোকাও বানিয়ে দেয়।” তিনি আরও যোগ করেন, “শামির সুইং নিয়ে সবাই কথা বলে, কিন্তু তার নিখুঁত লাইন-লেংথ নিয়ে কেউ আলোচনা করে না। অনুশীলনে তার বল আমার হেলমেটে লেগেছিল! সেটাই প্রমাণ করে, তাকে সামলানো কতটা কঠিন।”

ভারতীয় দল এখন সেমিফাইনালের দিকে নজর রাখছে, তবে তার আগে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে নিউজিল্যান্ডের বিপক্ষে। রাহুল ও দলের অন্যরা কতটা প্রস্তুত, তা বোঝা যাবে রবিবারের ম্যাচেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর