ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) সমর্থকদের একাংশ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু করেছে প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, দীনেশ কার্তিক পঞ্জাব কিংসকে কেকেআরের স্ট্র্যাটেজি জানাচ্ছেন। আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনে এমন কিছু ঘটনা ঘটেছে, যার ফলে কেকেআর সমর্থকরা আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।নেটিজেনদের দাবি, বেঙ্কটেশ আইয়ারের দাম বাড়িয়ে ২৩.৭৫ কোটি টাকা করে দেওয়া, ফিল সল্টকে ছিনিয়ে নেওয়া এবং সুয়াশ শর্মাকে দলে নেওয়া—এই সব সিদ্ধান্তে আরসিবি যেন কেকেআরের পরিকল্পনাগুলোই অনুসরণ করছে। বিশেষত, কেকেআরের যে খেলোয়াড়দের জন্য দর হাঁকছে, তার পিছু পিছু ছুটে আসছে আরসিবি এমন অভিযোগ তুলেছেন সমর্থকরা।
আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনঃ কে কোন দলে, কত টাকায় বিক্রি হলেন? জানুন আপডেট
অন্য মাত্রা সোশ্যাল মিডিয়ায়
একজন নেটিজেন লিখেছেন, ‘দীনেশ কার্তিকের স্ট্র্যাটেজি হচ্ছে—কেকেআরের সব খেলোয়াড়কে কিনে নিয়ে আসো, তাহলে আমরা জিততে পারব!’ এই সমালোচনা চলাকালীন, কিছু কেকেআর সমর্থক আবার আরসিবি-র বিরুদ্ধে বিদ্রুপ করতে ছাড়েননি। তারা দাবি করেছেন, ‘আরসিবি সবসময় অন্য দলের খেলোয়াড়দের কিনে নেয়। ২০১৮ সালেও কেকেআরের বিরুদ্ধে অল-আউট হওয়ার পর আমাদের বোলিং বিভাগের খেলোয়াড়দের নিতে ছুটেছিল বেঙ্গালুরু।’
আইপিএল নিলাম লাইভ, মহম্মদ শামি যোগ দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ
তবে পালটা কটাক্ষও শুনতে হয়েছে কেকেআর সমর্থকদের। এক নেটিজেন বলেছেন, ‘আপনারা নিজেদের খেলোয়াড়দের রাখতে পারলেন না, এটা আপনার দলীয় ব্যর্থতা।’ আরেকজন বলছেন, ‘আইপিএলের মেগা নিলামে সব দলই অন্য দলের খেলোয়াড়কে কিনতে পারে, তাতে এত হইচই করার কিছু নেই।’ এটা স্পষ্ট যে, আইপিএল মেগা নিলামের মাধ্যমে একে অপরের খেলোয়াড় কেনার ঘটনা নতুন কিছু নয়। তবে কেকেআর এবং আরসিবি সমর্থকদের এই অনবরত কটাক্ষ এক অন্য মাত্রা যোগ করেছে সোশ্যাল মিডিয়ায়।