ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:জল্পনার অবসান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তাদের নতুন অধিনায়কের নাম। অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে নেতৃত্বের দায়িত্ব পেলেন, যদিও বিকল্প হিসেবে ভাবনায় ছিলেন বেঙ্কটেশ আয়ার-ও। তবে শেষ পর্যন্ত রাহানেকেই বেছে নেওয়া হয়েছে, তাঁর অভিজ্ঞতা ও পরিণতবোধের কারণে।কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, “রাহানের মতো একজন অভিজ্ঞ নেতা পেয়ে আমরা আনন্দিত। তাঁর পরিণতবোধ এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা দারুণ। বেঙ্কটেশ আয়ারও ভালো নেতা হওয়ার গুণাবলি রাখে, তবে আমরা মনে করেছি রাহানের অভিজ্ঞতা দলে বেশি প্রভাব ফেলবে। আশা করি, দু’জনে মিলে ট্রফি ধরে রাখার জন্য সেরা পারফরম্যান্স দেবে।”
রোহিত শর্মাকে ‘মোটা’ বলার জেরে তীব্র বিতর্ক, কংগ্রেস নেত্রীকে দেশ ছাড়ার পরামর্শ যোগরাজ সিংয়ের
রাহানের প্রতিক্রিয়া
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাহানে বলেন, “কেকেআরের অধিনায়ক হতে পেরে আমি সম্মানিত। আইপিএলের অন্যতম সফল দল এটি। আমাদের ভারসাম্যপূর্ণ দল রয়েছে, সবাইকে নিয়ে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি। ট্রফি ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
রাহানের নেতৃত্বের অভিজ্ঞতা
টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও, রাহানের নেতৃত্বগুণ প্রশ্নাতীত। ২০২০-২১ সালের ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে তিনি ভারতের অধিনায়কত্ব করে সিরিজ জিতিয়েছিলেন। সম্প্রতি মুম্বইকে রঞ্জির সেমিফাইনালে তুলেছেন, পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দারুণ পারফর্ম করেছেন।টি-টোয়েন্টিতে রাহানের সাম্প্রতিক পারফরম্যান্সও নজর কেড়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৬৪.৫৬ স্ট্রাইক রেটে ৪৬৯ রান করেছেন, যা প্রমাণ করে যে দ্রুতগতিতে রান তুলতে তিনি সক্ষম। আইপিএলের গত মরসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে তাঁর আগ্রাসী ব্যাটিং দেখা গিয়েছে। এই পারফরম্যান্সই সম্ভবত তাঁকে কেকেআরের অধিনায়ক হওয়ার সুযোগ করে দিয়েছে।
রোহিত শর্মাকে ‘মোটা’ বলার জেরে বিতর্কে কংগ্রেস নেত্রী
কেকেআরের সাফল্য ও নতুন নেতৃত্ব
আইপিএলের ইতিহাসে চারবার ফাইনালে উঠেছে কেকেআর এবং তিনবার ট্রফি জিতেছে। গৌতম গম্ভীর দু’বার ও শ্রেয়স আয়ার একবার কেকেআরকে শিরোপা এনে দিয়েছেন। এবার রাহানের নেতৃত্বে দল কতদূর যেতে পারে, সেটাই দেখার বিষয়।