Kitchen Tips

ব্যুরো নিউজ, ৩০ জুন : রান্না করার সময় আমরা অনেক জিনিসই সিংকের মধ্যে ফেলে দিই। কখনো খেয়ালে অথবা কখনো বেখেয়ালে। তবে আপনি কি জানেন এমন কিছু জিনিস যেটা কখনোই সিংকের মধ্যে ফেলতে নেই। এতে খুব দ্রুত সিংকের পাইপ নষ্ট হয়ে যায়। কিছু ধরনের তরল বা খাবার ফেলা একদমই ঠিক নয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সিংকে কি কি জিনিস ফ্যালা থেকে বিরত থাকা উচিত।

বর্ষার দিনে জামা কাপড় শুকানো নিয়ে চিন্তিত?

সিংকের পাইপ ভালো রাখতে আগে থেকে সতর্ক হোন

তেল- কিছু ভাজার পর অনেকে তেল সিংকে ফেলে দেন। তেল সিংকের মধ্যে ফেলা উচিত নয়। এতে পাইপ শুধু বন্ধ হবে না, সিংক থেকে ভয়ানক পচা গন্ধও বেরবে। তবে কখনো যদি এরকম কিছু করে ফেলেন তাহলে পাইপ পাল্টে ফেলতে পারেন বা ক্লিনার জাতীয় কিছু ব্যবহার করতে পারেন।

প্লেট বা বাটি পরিষ্কারের সময় নুডলস, পাস্তা বা ভাতের একটি দানাও যদি সিংকে পড়ে তাহলে সিংকের পাইপের ভিতরে জলের সংস্পর্শ এলে আস্তে আস্তে ফুলে গিয়ে জল বের হওয়ার পাইপ বন্ধ হয়ে যায়। সেজন্য আগে থেকে সতর্ক থাকুন।

চা পাতা – চা তৈরি করে চা পাতা যদি সরাসরি সিংকে ফেলেন তাহলে চা-পাতা একসঙ্গে জমাট বাঁধলে সিংকের পাইপ লাইন আটকে যেতে পারে। তাই প্রতিদিন সকালে চা বানিয়ে চা-পাতা ময়লার ব্যাগে ফেলুন অথবা বাড়িতে গাছ থাকলে তার গোড়ায় ফেলতে পারেন। এটি গাছের জন্য খুব ভালো সার।

স্টিকার- অনেক সময় ফলের গায়ে স্টিকার লাগানো থাকে। অনেকে ফল ধোয়ার সময় তা উঠিয়ে সিংকের ভেতরেই ফেলে দেন। এটিও কিন্তু করা উচিত নয়।

ওষুধ- মেয়াদোত্তীর্ণ কাশির সিরাপ বা অন্য কোনো সিরাপ সরাসরি সিংকে ঢেলে দেবেন না। এগুলো আলাদাভাবে কাগজে মুড়ে ময়লার জায়গায় ফেলে দিন।

গরম জল বা ভাতের মাড়- অনেকে সিংকে ভাতের মাড় বা গরম জল সরাসরি ঢেলে দেয়। এটিও ঠিক নয়। সিংকের পাইপ প্লাস্টিক হলে তাপে তা নরম হয়ে যায়, অনেক সময় ফেটেও যায়। তাই আগে থেকেই সতর্ক থাকুন।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর