north bengal mp assault

ব্যুরো নিউজ ০৭ অক্টোবর ২০২৫ : ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ভয়াবহ আক্রমণের মুখে পড়লেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। হামলায় সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত হয়েছেন এবং বিধায়ক শঙ্কর ঘোষকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে, এবং মালদহ জেলাজুড়ে বিক্ষোভে নেমেছে বিজেপি।

 

হামলার ঘটনা ও বিজেপির অভিযোগ

সোমবার উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য-এর নেতৃত্বে উত্তরবঙ্গের আরও কয়েকজন বিধায়ক ও সাংসদ নাগরাকাটার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, নাগরাকাটার ভেতর দিয়ে যখন তাঁদের গাড়ির কনভয় প্রবেশ করছিল, তখন একদল উত্তেজিত লোক তাঁদের ঘিরে ধরে।

  • মারধর ও ভাঙচুর: অভিযোগ, বিক্ষোভকারীরা তাঁদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে শুরু করে। বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং গাড়ির জানলার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
  • রক্তাক্ত সাংসদ: অভিযোগকারী বিজেপির মতে, বিক্ষোভকারীরা সাংসদ খগেন মুর্মুর মাথা পাথরের আঘাতে ফাটিয়ে দেয়, যার ফলে তিনি রক্তাক্ত হন। তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে কোনওমতে উদ্ধার করে গাড়িতে তুলে দেন। শঙ্কর ঘোষকেও হেনস্থা করা হয়।
  • তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ: বিজেপি সরাসরি এই হামলার জন্য ‘তৃণমূল আশ্রিত জেহাদি বাহিনীকে’ দায়ী করেছে।

North Bengal Floods : ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ এবং বিধায়ক , নাগরাকাটায় কাঠগড়ায় শাসকদল

মালদহ জেলাজুড়ে বিজেপির বিক্ষোভ

সাংসদ ও বিধায়কের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে সোমবার বিকেল থেকেই মালদহ জেলাজুড়ে বিক্ষোভ শুরু করে বিজেপি।

  • পথ অবরোধ: মালদহের চাঁচল শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি শিবির।
  • গাজোলে অবরোধ: গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মনের নেতৃত্বে গাজোলের বামন গোলা মোড়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই কর্মসূচিতে উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

 

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর রাজনৈতিক চাপানউতোর

এই হামলার ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতে শাসক-বিরোধী দলের মধ্যে তীব্র সংঘাত সৃষ্টি হয়েছে।

  • প্রধানমন্ত্রীর নিন্দা ও মমতার পাল্টা আক্রমণ: হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং এই হামলার জন্য তৃণমূলকে আক্রমণ করেন। এর জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন:
    • বন্যা-বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতিকে ‘রাজনৈতিক থিয়েটার’ বানানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।
    • তাঁর অভিযোগ, স্থানীয় প্রশাসন যখন উদ্ধারকাজে ব্যস্ত, তখন বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এবং স্থানীয় প্রশাসনকে না জানিয়ে বিশাল গাড়ির কনভয় নিয়ে প্রভাবিত এলাকায় গেছেন।
    • মুখ্যমন্ত্রী আরও বলেন, হামলার ঘটনাটি এমন একটি আসনে ঘটেছে যেখানে মানুষ বিজেপি বিধায়ককেই নির্বাচিত করেছে।
    • মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, মণিপুরে জাতিগত হিংসা শুরু হওয়ার ৯৬৪ দিন পরে যিনি সেখানে পরিদর্শনে যান, তাঁর মুখে বাংলার জন্য এমন উদ্বেগ ‘সুযোগসন্ধানী রাজনৈতিক থিয়েটার’ ছাড়া আর কিছু নয়।
    • তিনি প্রধানমন্ত্রীকে ‘দলীয় সহকর্মীদের কথা না শুনে’ নির্বাচিত রাজ্য সরকারের কথা শোনার আহ্বান জানান।

North Bengal Floods : উত্তরবঙ্গকে ‘রাজ্য-স্তরের বিপর্যয়’ ঘোষণার দাবি, ত্রাণ না পাওয়ায় ক্ষোভ জলঢাকা সংলগ্ন বাসিন্দাদের

কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারি

পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তরবঙ্গে এসেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বাগডোগরা বিমানবন্দরে তিনি সংবাদমাধ্যমকে জানান:

  • আইনি ব্যবস্থার হুমকি: “গতকাল নাগরাকাটায় লোকসভার সদস্য এবং শিলিগুড়ির বিধায়কের উপর যে ভয়ঙ্কর আক্রমণ হয়েছে, সে বিষয়ে আজকের মধ্যে রাজ্য সরকারের রিপোর্ট না পেলে কেন্দ্রীয় সরকার আইনি ব্যবস্থা গ্রহণ করবে।”
  • রিজিজু আরও বলেন, নাগরাকাটায় খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও আক্রান্ত হয়েছেন। এই ঘটনা রাজ্য ও জাতীয় রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর