ব্যুরো নিউজ, ১ জুন : প্রথম বার ভাগ্যনির্ধারণ হতে চলেছে তারকা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের। ১ জুন শেষ দফার লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্র মাণ্ডি থেকে ভোট দিলেন কঙ্গনা রানাউত। আর এই দিন ভোটদানের পর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেখালো হিমাচলের ভূমিকন্যা কঙ্গনাকে। হিমাচলের চারটি আসনেই বিজেপি জিতবে বলে আশাবাদী কঙ্গনা।
তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে তাপস রায়
হিমাচল প্রদেশে গেরুয়া ঝড়, আত্মবিশ্বাসী কঙ্গনা
এদিন ভোট দিয়ে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, ‘হিমাচল প্রদেশে গেরুয়া ঝড়। আশা করি, মাণ্ডির মানুষ আমাকে আশীর্বাদ করবেন। আর আমরা এখানে চারটে আসনেই জিতে যাব। বিজেপির ৪০০ পার করা আসনের তালিকায় থাকবেই হিমাচলের এই আসনগুলি। আমি নিশ্চিত।’ এদিন গেরুয়া বসনেই ভোট দিতে গিয়েছিলেন কঙ্গনা।
ডায়মন্ড হারবারের এ কি কাণ্ড! জানালা দিয়ে দেখা যাচ্ছে ইভিএম! বুথে বুথে ছাপ্পা ভোটের অভিযোগ!
প্রসঙ্গত, রাজনীতিতে প্রথমবার নাম লেখালেও বিজেপির অন্যতম সৈনিক হিসেবে জায়গা করে নিয়েছেন কঙ্গনা। অন্যদিকে তাঁর বিরুদ্ধে কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন সেখানকার ‘রাজপুত্র’ বিক্রমাদিত্য সিং। তাঁর পরিবার রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। বাবা-মা দুজনেই রাজনীতির জগতে পরিচিত মুখ। এরকম একজন প্রার্থীর বিরুদ্ধে কঙ্গনার লড়াই যে বেশ কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও নির্বাচনী প্রচারে ‘রাজপুত্র’কে কঙ্গনা তাঁর বাক্যবানে পোড় খাওয়া রাজনীতিবিদের মতো একের এক গোল দিয়েছেন। এখন দেখার মাণ্ডিতে কার পাল্লা ভারি হয়। তার জন্য অপেক্ষা ৪ জুন পর্যন্ত।