ব্যুরো নিউজ, ৪ জুন : রাজনীতির আঙিনায় প্রথমবার এসেই বাজিমাত করলেন বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। তবে মান্ডি কেন্দ্র থেকে জেতাটা খুব একটা সহজ ছিল না কঙ্গনার। কারণ তাঁর বিরুদ্ধে কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছিলেন সেখানকার ‘রাজপুত্র’ বিক্রমাদিত্য সিং। তাঁর পরিবার রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। বাবা-মা দুজনেই রাজনীতির জগতে পরিচিত মুখ। এরকম একজন প্রার্থীর বিরুদ্ধে কঙ্গনার লড়াই যে বেশ কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কঠিন লড়াইয়ে জিতে দেখিয়েছেন বলিউড ক্যুইন।
‘সেনা হিসেবে মাণ্ডিকে রক্ষা করব’
এদিন জয়ের পর মাণ্ডিবাসীকে ধন্যবাদ জানিয়ে কঙ্গনা বলেন, ‘আজকের এই দিনটা আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন ছিল। যেহেতু রাজনীতিতে প্রথম, সেহেতু নানা অনিশ্চয়তা ছিল। এটা আমার প্রথম জয়ও। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলীয় কর্মীদের। নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথানত করে ধন্যবাদ জানাই মাণ্ডির সমস্ত মানুষকে। মাণ্ডিকন্যা, মাণ্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে। মাণ্ডির সেনা হিসেবে মাণ্ডিকে রক্ষা করব। বিকাশ করব।’