ব্যুরো নিউজ,৩০ ডিসেম্বর:মুম্বইয়ের ১৭ বছরের তরুণী কাম্যা কার্তিকেয়ন পৃথিবীর অন্যতম বড় পর্বতারোহী হিসেবে ইতিহাস গড়লেন। ২৪ ডিসেম্বর আন্টার্কটিকার মাউন্ট ভিনসনের (৪৮৯২ মিটার) চূড়ায় পা রেখেই বিশ্বের সর্বকনিষ্ঠ নারী হিসেবে সাত মহাদেশের সাত শৃঙ্গ জয়ের নজির স্থাপন করলেন তিনি। কাম্যার জন্য এটি ছিল একটি দীর্ঘ পথচলা, যা শুরু হয়েছিল ১৩ বছর বয়সে যখন তিনি প্রথমবার বাবার সঙ্গে পর্বতারোহণে যান।কাম্যা ইন্ডিয়ান নেভি চিলড্রেনস স্কুলের ছাত্রী। তার বাবা এস কার্তিকেয়ন ভারতীয় নৌসেনার কম্যান্ডার পদে রয়েছেন। ২০১৭ সালে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো (৫৮৯৫ মিটার) জয় করার পর কাম্যার পর্বতারোহণের স্বপ্ন শুরু হয়।
শীতের আমেজ ফিরতে চলেছে, নতুন বছরে কুয়াশার চাদরে ঢাকবে বঙ্গ
স্বপ্ন
২০২০ সালে, মাত্র ১৫ বছর বয়সে, দক্ষিণ আমেরিকার মাউন্ট আকঙ্কাগুয়া (৬৯৬১ মিটার) জয় করে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ নারী হিসেবে এই শৃঙ্গ জয় করেন। এরপর চলতি বছরের মে মাসে, ১৬ বছর বয়সে, নেপালের দিক দিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট (৮৮৪৮ মিটার) জয় করেন।কাম্যা একে একে ইউরোপের মাউন্ট এলব্রাস (৫৬৪২ মিটার), অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিয়াজ়কো (২২২৮ মিটার), এবং উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি (৬১৯৪ মিটার) জয় করেন। ২৪ ডিসেম্বর আন্টার্কটিকার মাউন্ট ভিনসনের শীর্ষে পৌঁছে কাম্যা তার সাত মহাদেশের সফর শেষ করেন।এই অসাধারণ সাফল্যের পর কাম্যা বললেন, “এখনও বিশ্বাস করতে পারছি না! ছোটবেলা থেকেই সপ্তশৃঙ্গ জয়ের স্বপ্ন দেখতাম। সাত বছর ধরে নিজেকে তৈরি করেছি। প্রতিটি শৃঙ্গ আমাকে সাহস এবং সহনশীলতার পাঠ দিয়েছে। আমি আশা করি আমার গল্প অন্যদেরও প্রেরণা জোগাবে।”
সঙ্গমের জন্য আদর্শ সময় কখন জানেন? জানুন বিশেষজ্ঞদের মত
ভারতের নৌসেনাও কাম্যার এই সফলতার জন্য তাকে অভিনন্দন জানিয়েছে। তারা জানিয়েছে, “এই জয় শুধু নৌসেনার জন্যই নয়, ভারতের জন্যও গর্বের!” এভারেস্টসহ সাত মহাদেশের শৃঙ্গ জয়ী বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তও কাম্যার সাফল্য প্রসঙ্গে বলেছেন, “এত কম বয়সে এই নজির গড়া সত্যিই অভাবনীয়! কাম্যার বাবা-মায়েরও এই সাফল্যে বড় ভূমিকা রয়েছে। নতুন প্রজন্মের পর্বতারোহীরা দেখে মনে হচ্ছে, অ্যাডভেঞ্চার স্পোর্টসের ভবিষ্যৎ সঠিক হাতে রয়েছে।”