north bengal offbeat tour

ব্যুরো নিউজ, ৪ জুলাই: নতুন নতুন অফবিট জায়গার সন্ধান অনেকেই করে থাকেন তাঁদের জন্য আজ কালিম্পং-এর এক নতুন অফবিট জায়গা শেরপাতার।

ঘুরে আসি: কালিম্পং-এর মাইরুং গাঁও

খুব বেশি দূরে নয়, লাভা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। পাহাড় ও প্রকৃতিপ্রেমীদের জন্য পারফেক্ট ডেসটিনেশন।

কীভাবে আসবেন?

শিলিগুড়ি, নিউজলপাইগুড়ি বা বাগডোগরা থেকে গাড়ি বুক করে চলে আসুন শেরপাতার-এ। চাইলে শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন কালিম্পং স্ট্যান্ডে। আগে থেকে হোমস্টেতে বলে রাখুন গাড়ির জন্য। কালিম্পং স্ট্যান্ডে থেকে হোমস্টের গাড়িতেই চলে আসুন শেরপাতার।

ঘুরে আসি: কালিম্পংয়ের ছোট্ট গ্রাম সামথার

কী কী ঘুরবেন?

এখানে হাতে গোনা কয়েকটি পরিবারের বসবাস। এক্কেবারে নির্জন এই গ্রাম। তাই শান্ত এখানকার পরিবেশে কাটাতে পারেন দুটো দিন। এখানে নদী অথবা ওয়াটার ফলসটিঅ ঘুরে নিতে পারেন। দুপিরের পর পায়ে হেটে ঘুরে নিতে পারেন গ্রামটি। যদি হাতে গোটা একটা দিন সময় থাকে তবে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়ুন ডেলো, ঝান্ডি, লাভা মনাস্ট্রি, রিসপ, লোলেগাও কোলাখাম-এর উদ্দেশ্যে।

 

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর