ফানুস নিষিদ্ধ তালিকায় রয়েছে

ব্যুরো নিউজ : দুর্গাপুজোর উৎসব-উদ্দীপনার আবহ কাটতে না কাটতেই শহরজুড়ে শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি। বুধবার সন্ধ্যায় ধনধান্য স্টেডিয়ামে কালীপুজো (Kali Puja 2025) নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে মুখোমুখি বসেন কলকাতা পুলিশ, পুরসভা, দমকল ও অন্যান্য দফতরের কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন নগরপাল মনোজ ভর্মা। আলোচনার কেন্দ্রবিন্দু—কালীপুজোকেও কীভাবে দুর্গাপুজোর মতো সুষ্ঠু, আকর্ষণীয় ও নিরাপদভাবে আয়োজিত করা যায়।

অতিরিক্ত শুনানি নয় SSC নিয়োগে_স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

এই বছর কলকাতা শহরে মোট ২,৮০০টি কালীপুজো আয়োজনে অনুমোদন দিয়েছে প্রশাসন। বৈঠকে পুজো উদ্যোক্তারা নগরপালের কাছে একাধিক দাবি জানান। তাঁদের বক্তব্য, “দুর্গাপুজো উদ্যোক্তারা যেমন অনুদান, কার্নিভাল ও বিদ্যুৎ বিলের ছাড় পান, তেমনি সুযোগ কালীপুজোতেও থাকা উচিত।” নগরপাল মনোজ ভর্মা আশ্বাস দিয়ে জানান, প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।

তবে উৎসবের আনন্দে যেন বিপত্তি না ঘটে, সে বিষয়েও কড়া সতর্কবার্তা দিয়েছেন নগরপাল। তিনি বলেন, “গ্রিন বাজি ছাড়া অন্য কোনও বাজি বিক্রি বা ফাটানো যাবে না। ফানুসও নিষিদ্ধ তালিকায় রয়েছে।” পাশাপাশি বহুতল ও আবাসনে নিরাপত্তা বিধি মেনে বাজি পোড়ানোর পরামর্শ দেন তিনি।

বালি পাচার কাণ্ডে ফের তৎপর ইডি

কালীপুজোর বিসর্জনের দিনও ঘোষণা করেছে কলকাতা পুলিশ—২১, ২২ ও ২৩ অক্টোবর। প্রতিমা নিরঞ্জনের সময় শব্দদূষণ রোধে ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সব মিলিয়ে, কলকাতা পুলিশ ও প্রশাসনের লক্ষ্য একটাই—দুর্গাপুজোর মতোই কালীপুজোকেও নিরাপত্তা ও আনন্দের সুষম মেলবন্ধনে উদযাপন করা। শহরবাসীকে অনুরোধ জানানো হয়েছে, উৎসবের আমেজ বজায় রেখে নিরাপত্তা ও পরিবেশের দিকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর