ব্যুরো নিউজ ২০ মে :  ভারত আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের এক অপূর্ব মিলনক্ষেত্র। এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে দেব-দেবীর মন্দির ও পবিত্র স্থান। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গগুলি শুধু শিবের পবিত্রতম রূপই নয়, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ  থেকেও এদের বিশেষ তাৎপর্য রয়েছে। যদিও বা ভক্ত রাশি এবং তীর্থ নির্বিশেষে মহাদেবের অসীম কৃপার পাত্র , তবুও শাস্ত্র মতে আসুন, জেনে নেওয়া যাক এই জ্যোতির্লিঙ্গগুলি কোথায় অবস্থিত এবং কোন বিশেষ রাশির সঙ্গে যোগসূত্র ।

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, তাদের অবস্থান ও রাশিচক্রের সঙ্গে সম্পর্ক :

১. সোমনাথ (Somanath): গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটিকে প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে গণ্য করা হয়। বৃষ রাশির সঙ্গে সোমনাথের যোগ স্থিতিশীলতার প্রতীক |

২. মল্লিকার্জুন স্বামী (Mallikarjuna Swamy): অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।কন্যা রাশির সাথে মল্লিকার্জুনের যোগ বুদ্ধিবৃত্তিকে উন্নত করে ।

৩. মহাকালেশ্বর (Mahakaleshwar): মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটি একমাত্র ‘দক্ষিণমুখী’ জ্যোতির্লিঙ্গ। তুলা রাশির সাথে মহাকালেশ্বরের যোগ সুরক্ষা প্রদান করে ।

৪. ওঙ্কারেশ্বর (Omkareshwar): মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে মান্ধাতা দ্বীপে অবস্থিত। কর্কট রাশির সাথে ওঙ্কারেশ্বরের যোগ জ্ঞানের প্রতীক ।

৫. বৈদ্যনাথ (Baidyanath): ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটি ‘কামনা লিঙ্গ’ নামেও পরিচিত। সিংহ রাশির সাথে বৈদ্যনাথের যোগ জীবনীশক্তির উপর আলোকপাত করে

৬. ভীমাশঙ্কর (Bhimashankar): মহারাষ্ট্রের পুনে জেলার কাছে অবস্থিত। মকর রাশির সাথে ভীমাশঙ্করের যোগ যাদের মঙ্গল দুর্বল তাদের জন্য ।

৭. রামেশ্বরম (Rameshwaram): তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় অবস্থিত এবং এটি চার ধামের অন্যতম। মেষ রাশির সাথে রামেশ্বরমের যোগসূত্র দাম্পত্য সম্প্রীতি বৃদ্ধি করে ।

৮. নাগেশ্বর (Nageshwar): গুজরাটের দ্বারকার কাছে অবস্থিত। মিথুন রাশির সাথে নাগেশ্বরের যোগ সুরক্ষা প্রদান করে ।

৯. কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath): উত্তরপ্রদেশের বারাণসীতে (কাশী) অবস্থিত এবং এটি হিন্দুদের অন্যতম পবিত্র স্থান। ধনু রাশির সাথে কাশী বিশ্বনাথের যোগ জ্ঞানালোকের দিকে পথ দেখায়।

১০. ত্র্যম্বকেশ্বর (Trimbakeshwar): মহারাষ্ট্রের নাসিক জেলার কাছে অবস্থিত এবং গোদাবরী নদীর উৎসস্থল। মীন রাশির সাথে ত্র্যম্বকেশ্বরের যোগ শান্তি ও আধ্যাত্মিক পুনর্জন্ম নিয়ে আসে।

১১. কেদারনাথ (Kedarnath): উত্তরাখণ্ডের হিমালয়ে অবস্থিত এবং এটি চার ধামের অংশ।কুম্ভ রাশির সাথে কেদারনাথের যোগ আধ্যাত্মিক বিকাশের প্রতীক ।

১২. ঘৃষ্ণেশ্বর (Grishneshwar): মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার কাছে অবস্থিত। বৃশ্চিক রাশির সাথে ঘृষ্ণেশ্বরের যোগ বাধা অতিক্রম করতে সাহায্য করে ।

দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য এবং ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র স্থানগুলিতে আদিদেবের শৈব আশীর্বাদ লাভের জন্য ছুটে আসেন। জ্যোতির্লিঙ্গ ও রাশিচক্রের এই সম্পর্ক ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অবিচ্ছেদ্য অংশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর