যাদবপুর বিশ্ববিদ্যাল

ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও বিতর্কের ঝড় উঠেছে। এবার ছাত্রদের নম্বর দেওয়ার পদ্ধতি নিয়ে অভিযোগ উঠেছে। বেশ কিছু পড়ুয়ার নম্বর মূল্যায়ন ছাড়াই দেওয়া হয়েছে। বিশেষ করে সাংবাদিকতা বিভাগের প্রায় ৫০ জন ছাত্র এই অভিযোগ করেছেন।

বেলডাঙায় হিংসাঃ মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদক্ষেপের নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের

৫০টি খাতায় নম্বরে গরমিল

১৫ লক্ষ টাকার চেক ফিরিয়ে নজির গড়লেন রিকশাচালক নুর আলি

ছাত্রদের দাবি পরীক্ষার খাতা রিভিউ করার পর তারা জানতে পারেন যে তাদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। এর ফলে অনেকেই কম নম্বর পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের অফিসে ছাত্ররা যান সেখানে তারা জানতে পারেন ৫০টি খাতায় নম্বরে গরমিল রয়েছে। পড়ুয়ারা জানান তারা জুলাই মাসে পরীক্ষা দিয়েছিলেন অগস্টে ফল প্রকাশিত হয়েছিল। কিন্তু নম্বর নিয়ে অসন্তুষ্টি ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সাত্যকি ভট্টাচার্য বলেন তিনি এই ব্যাপারে মন্তব্য করতে পারবেন না। তবে উপাচার্য এই সমস্যার সমাধান করতে পারবেন। সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রধান পার্থ সারথি চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি অধ্যাপকের সঙ্গে আলোচনা করবেন। আর অভিযোগগুলি খতিয়ে দেখবেন।

সাইবার অপরাধীদের বিরুদ্ধে বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘AI ঠাকুমা’

বিশ্ববিদ্যালয়ের ডিন জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, কিছু পড়ুয়ার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট অধ্যাপককে ডাকা হয়েছে। মঙ্গলবার উপাচার্যের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে সহকারী অধ্যাপক অভিষেক দাস এই অভিযোগ অস্বীকার করে বলেন যে, খাতা সঠিকভাবে দেখে নম্বর দেওয়া হয়েছে। ছাত্ররা দীর্ঘক্ষণ উপাচার্যের অফিসে আলোচনা করেন প্রশ্ন তোলেন যে, কীভাবে একজন অধ্যাপক এতগুলি খাতা মূল্যায়ন ছাড়াই নম্বর দিলেন। প্রতিবাদে ছাত্ররা অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এই অভিযোগটি সমাধানের জন্য বৈঠক করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর