ISRO chief Somnath was diagnosed with cancer on the day of Aditya L-1 launch

ব্যুরো নিউজ, ৪ মার্চ:  ২০২৩ সালে ২ সেপ্টেম্বর ভারতের প্রথম সূর্যের ওপর পর্যবেক্ষণ করার জন্য উপগ্রহ ভিত্তিক কৃত্রিম উপগ্রহ আদিত্য এল-১ তার যাত্রা শুরু করেছিল। আদিত্য-র মূল কাজ হল, সূর্যের  বিষয়ে সমস্ত তথ্যাদি সংগ্রহ করা। আর ঠিক সেই সময়ে ইসরো প্রধান এস সোমনাথকে যেতে হচ্ছে তার স্টোমাকে ক্যান্সার চিকিৎসা ও তার পরীক্ষা-নিরীক্ষার জন্য।  ইসরো চেয়ারম্যান সোমনাথের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায় ঠিক যে দিন আদিত্য এল -১ তার যাত্রা শুরু করে। তার এই  ভয়ঙ্কর রোগাক্রান্তের বিষয়টি কঠিন আঘাত হেনেছে তাঁর ও তাঁর পরিবারের ওপর। তাঁর একটি অস্ত্রপচারও হয়েছে। এরপরেই শুরু হয় কেমো থেরাপি। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যে প্রথমবার তাঁর পেটে স্ক্যান করার পরেই ধরা পড়ে একটি টিউমার। তিনি জানিয়েছিলেন যে, প্রথম দিকে তিনি তাঁর অসুবিধার বিষয়টি বুঝতেই পারেননি। চন্দ্রযান-৩ যখন যাত্রা শুরু করে তখনই তিনি অসুস্থতা বোধ করছিলেন। কিন্তু সেটা যে ক্যান্সারের আকার নিতে পারে তা তিনি ভাবতেই পারেননি।  তাঁর বন্ধু- বান্ধবরা ও তাঁর অফিসের সহ- কর্মীরা বিষয়টি জানতে পেরে যথেষ্ট মর্মাহত। তাঁর দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় সবাই  আশাবাদী। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে মনে করছেন সকলেই।

ISRO chief Somnath was diagnosed with cancer on the day of Aditya L-1 launch

রোদের পোড়া দাগ ও ট্যান তুলতে রইলো দারুণ কিছু টিপস

চন্দ্রযান- ৩ -এর উৎক্ষেপনের বিষয়ে সোমনাথের অবদান ছিল উল্লেখযোগ্য। কাজের প্রতি তিনি ছিলেন নিবেদিত প্রাণ। ইসরোর মত একটি সর্বোচ্চ পর্যায়ের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান পদে আসার পরে সোমনাথ তাঁর সমস্ত প্রচেষ্টা উজাড় করে দেন। সংস্থার প্রতিটি সদস্যের সঙ্গে তাঁর সম্পর্কও ছিল অতি মধুর। তাই এহেন চেয়ারম্যান এস সোমনাথের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে শুধু ইসরো গবেষকদেরই নয়, দেশের শাসক প্রধান এবং অন্যান্য ক্ষেত্রে গবেষণাররত বিজ্ঞানীদেরও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর