ব্যুরো নিউজ ০৫ নভেম্বর ২০২৫ : রাজ্য জুড়ে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে নানা বিভ্রান্তি ও ভীতি। এই পরিস্থিতিতে জটিলতা আরও বাড়িয়ে বিষয়টি এবার গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালতের নজরদারিতেই SIR প্রক্রিয়া সম্পন্ন করার আর্জি নিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-এর ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি মিলেছে।
জানা গিয়েছে, SIR-এর সময়সীমা বৃদ্ধি এবং আদালতের তত্ত্বাবধানে পুরো কাজ করার আবেদন জানিয়েছেন মামলাকারী। পাশাপাশি, কেন এই বিশেষ সংশোধনের প্রয়োজন হয়েছে, সেই প্রশ্ন তুলেও মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে, মামলাকারীরা ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশেরও আবেদন জানিয়েছেন, কারণ এই রাজ্যে শেষবার সেই বছরেই SIR হয়েছিল এবং নির্বাচন কমিশনও এবার সেই তালিকাকেই প্রাধান্য দিচ্ছে। আগামী সপ্তাহ থেকেই এই মামলার শুনানি শুরু হতে পারে।
SIR প্রক্রিয়ার সময়সূচি ঘোষণা কমিশনের
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হবে বলে ঘোষণা করেছিলেন। এই প্রক্রিয়া শুরু নিয়েও বিস্তারিত সময়সূচি দেওয়া হয়েছে।
- বিএলও প্রশিক্ষণ ও ফর্ম ছাপানো: মঙ্গলবার শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
- বাড়ি বাড়ি ফর্ম বিতরণ: ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
- খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৯ ডিসেম্বর।
- আপত্তি জানানোর সময়সীমা: ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি।
- আপত্তি খতিয়ে দেখার কাজ: ৩১ জানুয়ারি পর্যন্ত।
- চূড়ান্ত তালিকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি।
কমিশন আরও জানিয়েছে, ২০০৩ সালের তালিকায় নাম থাকা ভোটারদের কোনো কাগজ দেখাতে হবে না। যদি কারও নিজের নাম না থাকে কিন্তু বাবা ও মায়ের নাম থাকে, সেক্ষেত্রেও কাগজ লাগবে না। রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা রাখা হয়েছে।
WB SIR ECI : ভোটারদের সহায়তা প্রদানে কমিশনের তৎপরতা, ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি আবশ্যক
বিভ্রান্তি কমাতে কমিশনের বড় পদক্ষেপ: নতুন ওয়েবসাইট
SIR শুরু হতেই রাজ্যজুড়ে ভোটারদের মধ্যে নানারকম বিভ্রান্তি ও ভীতি ছড়াতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। জনগণের তথ্য যাচাইয়ের সুবিধার জন্য পুরনো ওয়েবসাইট মুছে ফেলে চালু করা হয়েছে নতুন একটি ওয়েবসাইট।
কেন এই পরিবর্তন?
গত ২৭ অক্টোবর SIR চালু হওয়ার পর অনেক ভোটার তথ্য যাচাইয়ের জন্য কমিশনের পুরনো ওয়েবসাইটে গেলেও সেখানে ২০০২ সালের ভোটার তালিকার কোনো তথ্য পাননি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই পরিস্থিতি সামলাতে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে পুরনো সাইট বাতিল করা হয়েছে এবং আনা হয়েছে নতুন সাইট।
নতুন ওয়েবসাইটের নাম:
শুক্রবার যে নতুন ওয়েবসাইটটি চালু করা হয়েছে, তার ঠিকানা হলো: https://ceowestbengal.wb.gov.in/
সূত্রের খবর, এই ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকার যাবতীয় নথি এবং SIR সংক্রান্ত সমস্ত কাজ করা যাবে।
কিভাবে ওয়েবসাইটে ভোটার তালিকা বের করবেন?
নতুন ওয়েবসাইটে গিয়ে ভোটার তালিকা বের করার পদ্ধতিও সহজ করা হয়েছে:
১. https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করুন।
২. সেখানে রাজ্যের সমস্ত জেলার নাম দেখতে পাবেন।
৩. ২৩ বছর আগে আপনি বা আপনার বাবা-মা যে জেলার ভোটার ছিলেন, সেই জেলার নামে ক্লিক করুন।
৪. এরপর খুলে যাবে সংশ্লিষ্ট জেলার বিধানসভাগুলির নাম।
৫. আপনার সেই সময়ের বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করুন।
৬. সবশেষে, ভোটকেন্দ্রের (পোলিং স্টেশন) নাম খুললে সেখানে ক্লিক করলেই ভোটার তালিকা দেখতে পাবেন।
জোরকদমে শুরু SIR-এর কাজ
রাজ্যজুড়ে এখন ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ জোরকদমে চলছে। অনেক জেলাতেই SIR-এর ফর্ম ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশন আশা করছে, আগামী দু’দিনের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে SIR-এর কাজ সম্পন্ন করার জন্য কমিশন তৎপর রয়েছে।
আপনার যদি এই খবরটি সম্পর্কে অন্য কোনো নির্দিষ্ট তথ্য যোগ করতে হয় বা এর ভাষা বা বিন্যাসে কোনো পরিবর্তন দরকার হয়, তবে আমাকে জানাতে পারেন।



















