ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন শুরু হলো, আর এইদিনেও একে একে খেলোয়াড়রা দলে চলে যান। তবে কিছু নাম অবিক্রিত রইলেন। প্রথম দিনের নিলাম শেষে প্রায় ৪৭০ কোটি টাকার বিনিময়ে বেশ কিছু তারকা ক্রিকেটার দল পেয়েছিলেন। তবে দ্বিতীয় দিনে আরও কিছু খেলোয়াড় নিলামে উঠলেন, যাদের মধ্যে বেশ কিছু বড় নাম ছিল। কিছু খেলোয়াড় দলে যোগ দিলেও, কিছু খেলোয়াড় আবার অবিক্রিত থেকে যান।
আইপিএল নিলাম লাইভ, মোহাম্মদ সিরাজ গুজরাট টাইটান্সে যোগ দিলেন
কে কে বিক্রি হলেন না?
এদিনের নিলামে, ১.৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে রোভম্যান পাওয়েলকে, ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস দলে নেয় ফ্যাফ ডু’প্লেসিকে। আবার, ৩.২ কোটি টাকায় গুজরাট টাইটানস ওয়াশিংটন সুন্দরকে কিনেছে। আর চেন্নাই সুপার কিংস, ২.৪ কোটি টাকায় স্যাম কারানকে দলে নিয়েছে।নিলামে উপস্থিত বেশ কিছু বড় খেলোয়াড়, যেমন কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক আগরওয়াল, অজিঙ্কা রাহানে, পৃথ্বী, শার্দুল ঠাকুর, ডারিল মিচেল, এবং শাই হোপ অবিক্রিতই থেকে যান।
আইপিএল নিলাম লাইভ, শ্রেয়স আইয়ারের রেকর্ড ভাঙল ঋষভ পন্ত
এছাড়া, কিছু খেলোয়াড় যেমন মার্কো জানসেনকে ৭ কোটি টাকায় পঞ্জাব কিংস দলে নিয়েছে, এবং ক্রুণাল পান্ডিয়া ৫.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন।এটা ছিল আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনের আপডেট, যেখানে নতুন নতুন চমক এবং দলীয় শক্তি বাড়ানোর চেষ্টা চলেছে।