ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর : আইপিএলের বড় নিলামে রবিবার প্রথম দিনেই উত্তেজনার ঝড়। ৮৪ জন ক্রিকেটারের মধ্যে ৭২ জন দল পেয়েছেন, আর ১২ জন থেকে গেছেন অবিক্রিত। প্রতিটি দলে থাকতে হবে কমপক্ষে ১৮ জন এবং সর্বাধিক ২৫ জন ক্রিকেটার। সোমবার দ্বিতীয় দিনে দলগুলি নিজেদের পূর্ণ স্কোয়াড তৈরি করবে। দেখে নেওয়া যাক, কোন দলের হাতে কত টাকা রয়েছে আর কতজন ক্রিকেটার কিনতে হবে।
আইপিএল নিলাম লাইভ, মোহাম্মদ সিরাজ গুজরাট টাইটান্সে যোগ দিলেন
- কলকাতা নাইট রাইডার্স: কেকেআরের দলে এখন ১৩ জন ক্রিকেটার। আরও ১২ জন কিনতে হবে। তাদের হাতে রয়েছে ₹১০.০৫ কোটি।
- চেন্নাই সুপার কিংস: চেন্নাইয়ের দলে ১২ জন ক্রিকেটার। তাদের প্রয়োজন ১৩ জন। বাজেট ₹১৫.৬০ কোটি।
- মুম্বই ইন্ডিয়ান্স: মুম্বইয়ের দলে ৯ জন ক্রিকেটার। তাদের কিনতে হবে ১৬ জন। হাতে রয়েছে ₹২৬.১০ কোটি।
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বেঙ্গালুরুর দলে ৯ জন। আরও ১৬ জন দরকার। বাজেট সর্বাধিক ₹৩০.৬৫ কোটি।
- দিল্লি ক্যাপিটালস: দিল্লির দলে ১৩ জন। আরও ১২ জন প্রয়োজন। তাদের হাতে রয়েছে ₹১৩.৮০ কোটি।
- আইপিএল নিলাম লাইভ, মোহাম্মদ সিরাজ গুজরাট টাইটান্সে যোগ দিলেন
- লখনউ সুপার জায়ান্টস: লখনউয়ের দলে ১২ জন। আরও ১৩ জন কিনতে হবে। বাজেট ₹১৪.৮৫ কোটি।
- গুজরাত টাইটান্স: গুজরাতের দলে এখন ১৪ জন। তাদের প্রয়োজন ১১ জন। হাতে ₹১৭.৫০ কোটি।
- রাজস্থান রয়্যালস: রাজস্থানের দলে রয়েছে ১১ জন। আরও ১৪ জন চাই। বাজেট ₹১৭.৩৫ কোটি।
- সানরাইজার্স হায়দরাবাদ: হায়দরাবাদের দলে ১৩ জন। তাদের কিনতে হবে ১২ জন। বাজেট সবচেয়ে কম ₹৫.১৫ কোটি।
- পঞ্জাব কিংস: পঞ্জাবের দলে ১২ জন। আরও ১৩ জন দরকার। হাতে রয়েছে ₹২২.৫০ কোটি।