মোহাম্মদ সিরাজ

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : ভারতের অন্যতম সেরা পেসার মোহাম্মদ সিরাজ এবার আইপিএল নিলামে বড় আকর্ষণ হয়ে ওঠেন। তার দুর্দান্ত সুইং এবং ডেথ ওভারে নিখুঁত লাইন-লেংথ তাকে প্রত্যেক দলের লক্ষ্য করে তোলে।

আইপিএল নিলাম লাইভ, মহম্মদ শামি যোগ দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ

জিটি সর্বোচ্চ ১২.২৫ কোটি টাকা

নিলামের শুরুতেই গুজরাট টাইটান্স (জিটি) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) বিড করতে থাকে। এরপরে রাজস্থান রয়্যালস (আরআর) ৮.৫০ কোটি টাকা বিড করে প্রতিযোগিতায় প্রবেশ করে।সিএসকে বিড থেকে সরে গেলে লড়াই জমে ওঠে গুজরাট টাইটান্স (জিটি) এবং রাজস্থান রয়্যালস (আরআর)-এর মধ্যে। বিড দ্রুত বাড়তে থাকে, এবং জিটি সর্বোচ্চ ১২.২৫ কোটি টাকা দিয়ে সিরাজকে দলে নেওয়ার ঘোষণা দেয়।

আইপিএল নিলাম লাইভ, ডেভিড মিলার যোগ দিলেন লখনউ সুপার জায়ান্টসে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), যেখানে সিরাজ আগে খেলেছেন, তাদের কাছে আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহারের সুযোগ ছিল। তবে তারা সেই বিকল্প ব্যবহার না করায় সিরাজ নতুন দলে যোগ দিচ্ছেন।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর