মহম্মদ শামি

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : নিলামের উত্তেজনার মাঝেই ব্যাগ থেকে বের হলেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। সিএসকে ও কেকেআরের মধ্যে বিডিং দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত দৌড় জমে ওঠে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং কেকেআরের মধ্যে।

আইপিএল নিলাম লাইভ, প্রথম পর্বের জমজমাট সংক্ষিপ্ত বিবরণ

ভক্তরা তার অন্তর্ভুক্তিতে বেশ খুশি

কেকেআর প্রথমে ৮.২৫ কোটি টাকায় বিড করে, আর এলএসজি যোগ দেয় ৮.৫০ কোটি টাকায়। বিডিং আরও এগিয়ে যায় এবং কেকেআর ৯.৭৫ কোটি টাকায় নতুন বিড করে। ঠিক তখনই SRH এসে ১০ কোটি টাকার বিড করে সমস্ত প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে যায়।গুজরাট টাইটানস (GT) শামিকে ধরে রাখার জন্য আরটিএম (রাইট টু ম্যাচ) ব্যবহার করার সুযোগ পায়। তবে তারা এই বিকল্পটি ব্যবহার না করেই সরে যায়।

আইপিএল নিলাম লাইভ, প্রথম পর্বের জমজমাট সংক্ষিপ্ত বিবরণ

মহম্মদ শামি এবার সানরাইজার্স হায়দ্রাবাদের দলে। তার অভিজ্ঞতা ও দক্ষতা SRH-এর বোলিং লাইনআপকে আরও শক্তিশালী করবে।প্রথম পর্বে এই অভিজ্ঞ পেসারের জন্য ছিল তীব্র প্রতিযোগিতা। SRH ভক্তরা তার অন্তর্ভুক্তিতে বেশ খুশি।ঈ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর