ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এবং শক্তিশালী ব্যাটার ডেভিড মিলার নিলামে বেশ উত্তেজনা তৈরি করেন। তার বিধ্বংসী ব্যাটিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ে।
আইপিএল নিলাম লাইভ, মহম্মদ শামি যোগ দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ
৭.৫০ কোটি টাকার একটি বড় বিড
নিলাম শুরু হয় আরসিবি এবং গুজরাট টাইটানস (জিটি)-এর প্রতিযোগিতার মাধ্যমে। আরসিবি শুরুতেই শক্ত বিড করে, তবে ৫.৫০ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস (ডিসি) লড়াইয়ে যোগ দেয়। যখন আরসিবি প্রায় তাকে পেয়ে যাচ্ছিল, তখন লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) মাঠে নেমে ৭.৫০ কোটি টাকার একটি বড় বিড করে।গুজরাট টাইটানসের কাছে তাদের প্রাক্তন খেলোয়াড় মিলারকে ধরে রাখার জন্য আরটিএম (রাইট টু ম্যাচ) ব্যবহারের সুযোগ ছিল। তবে তারা সেই সুযোগটি কাজে লাগায়নি।
আইপিএল নিলাম লাইভ, মহম্মদ শামি যোগ দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ
ফলাফল: ডেভিড মিলার এবার লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে মাঠে নামবেন। এলএসজি দলের মিডল অর্ডারে তিনি বড় ভূমিকা রাখতে পারেন। তার অভিজ্ঞতা ও পাওয়ার-হিটিং দক্ষতা দলের শক্তি বাড়াবে।