ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:আইপিএল মেগা নিলামের প্রথম দিনেই ৭২ জন ক্রিকেটারকে বিভিন্ন দল কিনে নেয়, যার মধ্যে ২৪ জন বিদেশি খেলোয়াড় ছিলেন। প্রথম দিনের নিলাম ছিল উত্তেজনাপূর্ণ, আর সবচেয়ে বেশি দাম উঠেছিল ঋশভ পন্থের।২৫ নভেম্বর আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিন। লখনউ সুপার জায়ান্টস ৮ কোটি টাকায় বাংলার আকাশদীপকে দলে নিয়েছে।তবে দ্বিতীয় দিনেই উত্তেজনা আরও বেড়ে গিয়েছিল। আফগানিস্তানের স্পিনার গজনফরকে নিয়ে তুমুল লড়াই শুরু হয়। কলকাতা নাইট রাইডার্স চেয়েছিল তাকে নিজেদের দলে ভিড়াতে, কিন্তু শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স গজনফরকে ৪.৮ কোটি টাকায় কিনে নেয় কলকাতার হাত থেকে।
আরসিবি-কেকেআরের দ্বন্দ্বে উত্তাল সোশ্যাল মিডিয়া, কটাক্ষের মুখে দীনেশ কার্তিক
‘দ্রুত নিলাম’
এখন ‘দ্রুত নিলাম’ পর্ব শুরু হয়েছে, যেখানে ১১৭ জন ক্রিকেটার নিলাম হয়ে গেছে।এখন পর্যন্ত জানা গেছে যে, চেন্নাই সুপার কিংসের হাতে ১৩.২ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালসের হাতে ৩.৮ কোটি টাকা, গুজরাট টাইটানসের হাতে ১১.৯ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্সের হাতে ৮.৫৫ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টসের হাতে ৬.৮৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের হাতে ১১.০৫ কোটি টাকা, পঞ্জাব কিংসের হাতে ১০.৯ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের হাতে ৬.৬৫ কোটি টাকা, বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হাতে ১৪.১৫ কোটি টাকা এবং হায়দরাবাদ সানরাইজার্সের হাতে ৫.১৫ কোটি টাকা বাকি রয়েছে।
আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনঃ কে কোন দলে, কত টাকায় বিক্রি হলেন? জানুন আপডেট
এছাড়া, প্রতিটি দল সর্বাধিক ২৫ জন খেলোয়াড় নিতে পারবে, তবে তাদের মধ্যে কমপক্ষে ১৮ জনকে দলে ভিড়াতেই হবে। বর্তমানে, কিছু দল বাকি ক্রিকেটারদের চূড়ান্ত নির্বাচনের দিকে এগিয়ে চলছে।