ব্যুরো নিউজ, ৯ আগস্ট:সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সি বি আই রাজধানীতে এক ইডি আধিকারিককে গ্রেপ্তার করেছে ২০ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে। ওই ইডি অফিসারের নাম সন্দীপ সিং যাদব। মুম্বাইয়ের এক গয়নার ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন তিনি।
চারের গেরোই এবারের প্যারিস অলিম্পিক্স
সর্ষের খেতেই ভূত
মিয়া খালিফার এই ছবি ভাইরাল হতেই উত্তাল তামিলনাড়ু
গত ৩ ও ৪ আগস্ট ওই গয়না ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি।অফিসার সন্দীপ সিংহ যাদব ওই ব্যবসায়ী কে হুমকি দেয় ২৫ লক্ষ টাকা না দিলে তার ছেলেকে গ্রেফতার করা হবে। ANI রিপোর্ট অনুযায়ী গয়না ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ আনেন ইডি। তার হাত থেকেই বাঁচানোর জন্য ইডি অফিসার সন্দীপ সিংহ যাদব সেই গয়না ব্যবসায়ী কাছ থেকে ঘুষ নিয়ে তার ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। তার ছেলেকে ছাড়ানোর জন্য ঘুষ দিতে রাজি হয়েছিলেন বলেই অভিযোগ পেয়েছিল সিবিআই। অভিযুক্ত আধিকারিককে ধরার জন্য ফাঁদ পেতে ছিলেন ইডি। দিল্লির লাজপত নগর থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ইডি আধিকারিকে। ঘুষ নেবার সময় তাকে হাতেনাতে ধরে সিবিআই।