ব্যুরো নিউজ,৮ মার্চ:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারত পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে। ২০০০, ২০০২, ২০১৩, ২০১৭ এবং ২০২৫—এই পাঁচবার টিম ইন্ডিয়া ফাইনালে খেলেছে। ২০০২ সালে ভারত শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়, আর ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে। তবে, ২০০০ সালে নিউজিল্যান্ডের কাছে এবং ২০১৭ সালে পাকিস্তানের কাছে ভারত ফাইনালে পরাজিত হয়।
নিউজিল্যান্ডের তৃতীয় ফাইনাল
নিউজিল্যান্ডের জন্য এটি তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ২০০০ সালে তারা ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জেতে, তবে ২০০৯ সালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। দীর্ঘ ১৬ বছর পর ২০২৫ সালে আবারও তারা ফাইনালে উঠেছে।
২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল: এক রোমাঞ্চকর লড়াই
১৫ অক্টোবর ২০০০ সালে নাইরোবিতে অনুষ্ঠিত হয়েছিল ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। ভারতীয় অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং নিউজিল্যান্ডের নেতৃত্বে ছিলেন স্টিফেন ফ্লেমিং।
ভারতের ইনিংস:
টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান তোলে।
- সৌরভ গঙ্গোপাধ্যায়: ১৩০ বলে ১১৭ রান (৯টি চার, ৪টি ছক্কা)
- সচিন তেন্ডুলকর: ৮৩ বলে ৬৯ রান (১০টি চার, ১টি ছক্কা)
- রাহুল দ্রাবিড়: ২২ রান
- যুবরাজ সিং: ১৮ রান
- অজিত আগরকর: ১৫ রান
নিউজিল্যান্ডের হয়ে স্কট স্টাইরিস ২টি উইকেট নেন।
ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড! বদলার সুযোগ রোহিতদের
নিউজিল্যান্ডের ইনিংস:
পাল্টা ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান করে নিউজিল্যান্ড, শেষ ওভারের থ্রিলারে তারা জয় লাভ করে।
- ক্রিস কেয়ার্নস: ১১৩ বলে ১০২ রান (৮টি চার, ২টি ছক্কা)
- ক্রিস হ্যারিস: ৭২ বলে ৪৬ রান (৪টি চার)
ভারতের হয়ে ভেঙ্কটেশ প্রসাদ ৩টি এবং অনিল কুম্বলে ২টি উইকেট নেন।
এই হারের পর ভারত দীর্ঘ সময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে উঠতে পারেনি। তবে ২০২৫ সালে ফের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল মুখোমুখি হতে চলেছে, যা ২০০০ সালের সেই স্মরণীয় ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে পারে।