ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বৃদ্ধি করতে ভারত সরকার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। প্রথম চুক্তি অনুযায়ী, ভারতীয় বায়ুসেনাকে দেওয়া হবে ১২টি নতুন সুখোই-৩০ যুদ্ধবিমান। এই বিমানগুলি দুর্ঘটনায় ভেঙে যাওয়া যুদ্ধবিমানগুলির শূন্যস্থান পূরণ করবে এবং বায়ুসেনার অভিযানের দক্ষতা বাড়াবে।
বায়ুদূষণের গ্রাসে ভারতঃ শ্বাসকষ্টে বিপন্ন প্রাণ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা জানুন
সামরিক ক্ষমতা আরও শক্তিশালী
হ্যাল এই যুদ্ধবিমানগুলি সরবরাহ করবে এবং পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জামও তৈরি করবে। মোট ১৩,৬০০ কোটি টাকার এই চুক্তিটি ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে।দ্বিতীয় চুক্তি অনুযায়ী, ভারতীয় সেনা ১০০টি সেলফ-প্রপেলড কে৯ বজ্র-টি গান সিস্টেম কিনবে। দক্ষিণ কোরিয়ার হানওয়া টেকউইন প্রযুক্তি সরবরাহ করবে আর লারসেন অ্যান্ড টুরবো গান সিস্টেম তৈরি করবে। এর মাধ্যমে ভারতীয় সেনার যুদ্ধক্ষমতা আরও বাড়বে, বিশেষ করে পাহাড়ি এলাকায়। এর আগে ২০১৭ সালে ১০০টি কে৯ বজ্র-টি গান সিস্টেম কিনেছিল ভারত এবং সেগুলি লাদাখে মোতায়েন করা হয়েছে।
বেআইনি বাংলাদেশিদের ধরতে দিল্লিতে কড়া অভিযান
এখন নতুন ১০০টি সিস্টেম ভারতীয় সেনাকে আরও দক্ষ করে তুলবে।এই দুটি চুক্তি ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারত’-র দিকে আরও একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান এবং সেনার অস্ত্রসজ্জা আরও আধুনিক হয়ে উঠবে যা দেশের সামরিক ক্ষমতা আরও শক্তিশালী করবে।